চেন্নাই: এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে আছেন শুভমন গিল। মাঠে নামলেই দুর্দান্ত সব ইনিংস খেলছেন। তাকে আউট করার রেসিপি খুজে পাচ্ছেন না বিপক্ষ অধিনায়ক থেকে বোলাররা। আজ চেন্নাইয়ের মাঠে গুজরাতের শুভমন গিলকে থামানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির কাছে।
শুভমন অবশ্য তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং তাঁর চোখ এখন প্লে-অফের লড়াইয়ে।
মঙ্গলবার চিপকে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে গুজরাত। সেই প্রসঙ্গে গিল বলেছেন, এই পিচে সফল হওয়ার মতো দুর্দান্ত বোলিং আক্রমণ রয়েছে আমাদের। তাই উত্তেজক ম্যাচ হতে চলেছে। চেন্নাইয়ের মাঠে সিএসকের বিরুদ্ধে খেলা এমনিতেই কঠিন পরীক্ষা। তবুও আশা করছি, টানা দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠতে পারব আমরা।
রবিবার ৫২ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন গিল। এবারের আসরে এখনও পর্যন্ত তাঁর রান ৬৮০। শীর্ষে থাকা ফাফ ডু’প্লেসির (৭৩০) থেকে মাত্র ৫০ রান পিছনে। গিলের কথায়, নিজের খেলাটা খুব ভাল করে জানি। প্রত্যেক ক্রিকেটারেরই এই ধারণা থাকা দরকার। ইনিংসের গোড়ায় নতুন বল থেমে থেমে আসছিল। আবার শিশিরের জন্য পরের দিকে ভিজেও যাচ্ছিল।
Throwback to Rashid Khan’s magical spell and Shubman Gill’s sublime batting against CSK! 🌟🏏#TitansFAM, brace yourselves for an encore as they take on the challenge once more!@ShubmanGill | @rashidkhan_19 #GTvCSK | #PhariAavaDe | #TATAIPL 2023 Playoffs pic.twitter.com/4QN5VBh7ar
— Gujarat Titans (@gujarat_titans) May 23, 2023
যেভাবে ইনিংসটা শুরু করেছিলাম সেই ছন্দ ধরে রাখাই ছিল লক্ষ্য। তা করতে পেরেছি বলে ভাল লাগছে। গিলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি বলেছেন, কখন কোন শট খেলতে হবে তা ভালো ভাবে জানে ও। কোনও সুযোগ দেয়নি। ওর ইনিংস বাকিদের মনোবল বাড়িয়েছে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় নিয়ে হার্দিকের বক্তব্য, যেভাবে ঠান্ডা মাথায় ছেলেরা ম্যাচটা বের করল, তা অসাধারণ।
আমরা মোমেন্টাম বজায় রাখতে চেয়েছিলাম। সব বিভাগেই ভাল খেলেছে ক্রিকেটাররা। গত বছর আমাদের সবকিছু ঠিকঠাক হয়েছিল। এবারও ছন্দ বজায় রাখতে আমরা প্রস্তুত। চেন্নাইয়ের বিরুদ্ধে সব সময় ভাল পারফর্ম করে গুজরাত। আবির্ভাবের পর থেকে তারা সব সময় চাপে রেখেছে চেন্নাইকে। আজ যে জিতবে সরাসরি ফাইনাল। চেন্নাই এর ঘরের মাঠে খেলা। অ্যাডভান্টেজ ধোনির দলের পক্ষে থাকবে। কিন্তু গুজরাতকে হারানো সহজ হবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CSK, Gujarat titans, Shubhman Gill