সেঞ্চুরি করেও বাবার কাছে ধমক খেলেন শুভমন গিল! রাহুল দ্রাবিড় দিলেন বিশেষ পুরস্কার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Shubhman Gill father will not be satisfied with 112 runs innings. সেঞ্চুরি করেও বাবার কাছে ধমক খেলেন শুভমন গিল! রাহুল দ্রাবিড় দিলেন বিশেষ পুরস্কার
#মুম্বই: আজ ভারতীয় দলের একদিনের বিশ্বকাপে তার জায়গা পাকা মোটামুটি ধরেই নেওয়া যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ৩৬০ রান করেছেন শুভমন গিল। ভারতের তরুণ ওপেনার স্পর্শ করেছেন পাকিস্তানের বাবর আজমকে। সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। তবে মাটিতেই পা রাখতে চান শুভমন গিল। কোচ রাহুল দ্রাবিড়কে খেলা শেষে তিনি জানিয়েছেন আজ তার ১১২ রানের ইনিংস দেখলে বাবা খুব একটা খুশি হবেন না।
কারণ তিনি মনে করেন তার ছেলে অন্তত ১৫০ রান করতে পারত। যা শুনে রাহুল দ্রাবিড় হাসি ধরে রাখতে পারেননি। পরিষ্কার জানিয়ে দেন এটাই একজন আদর্শ বাবার করা উচিত। রাহুল মনে করেন গিলকে এই জায়গায় নিয়ে আসার পেছনে তার বাবা লাখবিন্দর সিং এর অনেক অবদান আছে। এমনকি ছেলের মাথায় কখনই খুব ভাল খেলেছ ব্যাপারটা প্রবেশ করতে দিতে চান না।
advertisement
আরও পড়ুন - ২০ ওভারে টার্গেট হবে ১৫০ ! বিশ্বকাপের আগে নতুন ফর্মুলা রোহিতের ভারতের
এটাই ক্রিকেটার হিসেবে শুভমনকে আগামী দিনে সফল হতে সাহায্য করবে। গিল জানান শুধু সিনিয়র দলে নয়, ভারতের জুনিয়র দল থেকেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার সম্পর্ক অন্যরকম। বিভিন্ন সময় তিনি সাহায্য পেয়েছেন ভারতের কিংবদন্তি তারকার থেকে। ড্রেসিংরুমে এটাই তাকে আরও স্বচ্ছন্দ্য থাকতে সাহায্য করেছে।
advertisement
advertisement
Motivation from father, joy of batting with captain @ImRo45 & @imVkohli and special bond with Head Coach ☺️ 👍 Man of the moment, @ShubmanGill, shares it all in this interview with Rahul Dravid 👌 👌 - By @ameyatilak Full feature 🔽 #TeamIndia | #INDvNZhttps://t.co/sAOk7VUGMk pic.twitter.com/z6kza58nB5
— BCCI (@BCCI) January 25, 2023
advertisement
রাহুল দ্রাবিড় নিজেও মনে করেন গিলকে সঠিক পথে নিয়ে গিয়েছেন তার বাবা। কোচ হিসেবে তার কাজ সহজ করে দিয়েছেন। গিল জানিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের আগে তার বাবা উপদেশ দেন, এক দু'ফোঁটা হয়ে জল ফেল না। পুরো বৃষ্টি হয়ে নামো। কারণ তবেই একমাত্র নজর কাড়ে সম্ভব। সেই উপদেশ মাথায় রেখেছিলেন ছেলে। ফল সবাই দেখতে পেয়েছেন।
advertisement
ব্যাট হাতে মাঠে নামলে এখন যেন সেঞ্চুরি করা নিয়মে পরিণত করে ফেলেছেন শুভমন গিল। পাশাপাশি স্ট্রাইক রেট বাড়িয়ে খেলার দিকেও বাড়তি নজর দিয়েছেন। এটাই ভারতীয় দলের হয়ে আগামী দিনে চালিয়ে যেতে চান। পাশাপাশি টেস্ট ক্রিকেটেও নিজের পরিচিতি তৈরি করতে চান গিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 2:22 PM IST