২০ ওভারে টার্গেট হবে ১৫০ ! বিশ্বকাপের আগে নতুন ফর্মুলা রোহিতের ভারতের

Last Updated:

Rohit Sharma sets up new target for Team India ahead of ODI World Cup. বিশ্বকাপের আগে দলকে নতুন টার্গেট দিলেন রোহিত

একদিনের বিশ্বকাপে নতুন ব্লু প্রিন্ট তৈরি রোহিত শর্মার
একদিনের বিশ্বকাপে নতুন ব্লু প্রিন্ট তৈরি রোহিত শর্মার
#ইন্দোর: ফের রাজকীয় মেজাজে রোহিত শর্মা। প্রায় তিন বছর পর একদিনের ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন। রোহিত জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে একটি নতুন ফর্মুলা মেনে ব্যাটিং করবে ভারত। খুব জোর তিনটি উইকেট হারিয়ে প্রথমে ব্যাট করলে কুড়ি ওভারে ১৫০ তুলতেই হবে যে কোনও মূল্যে। রিকি পন্টিংকে স্পর্শ করলেন রোহিত শর্মা।
একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যায় পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে তিনি। উভয়েরই রয়েছে ৩০টি সেঞ্চুরি। তাৎপর্যের হল, এর মধ্যে রোহিতের ২৮টি শতরানই এসেছে ওপেন করতে নেমে। ম্যাচের পর তিনি স্বীকার করলেন, এই সেঞ্চুরির আলাদা মাহাত্ম্য রয়েছে। লম্বা ইনিংস খেলা জরুরি ছিল। দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল লক্ষ্য।
advertisement
advertisement
রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের পর রোহিত বলেছিলেন, তাঁর ব্যাটে বড় রান স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবার হিটম্যানের সেঞ্চুরিতে সিলমোহর পড়ল সেই বিশ্বাসেই। পাশাপাশি, দলের পারফরম্যান্সও তৃপ্তি দিচ্ছে অধিনায়ককে। রোহিতের কথায়, গত ছয় ম্যাচে অধিকাংশ কাজটাই আমরা ঠিকঠাক করেছি। তার জন্যই জিতেছি প্রতিটিতে।
advertisement
ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতা দেখানোর জন্যই এসেছে সাফল্য। আমরা চাপের মুখেও দিশেহারা হয়ে পড়িনি, পরিকল্পনা অনুসারেই খেলেছি। ম্যাচের সেরা শার্দূল ঠাকুরের প্রশংসা করে তিনি বলেন, ওকে তো ম্যাজিশিয়ান বলা হয় স্কোয়াডে। ও সুযোগ পেয়েই তা কাজে লাগাল। বেশ কিছু দিন ধরেই ও নিজের দায়িত্ব পালন করে চলছে।
সিরিজের সেরা শুভমান গিল প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ওর মানসিকতা অত্যন্ত পজিটিভ। কখনও ঢিলেমি দেখায় না। এদিকে, চোটগ্রস্থ যশপ্রীত বুমরাহকে নিয়েও মন্তব্য করেছেন রোহিত। তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে বুমরাহের খেলা নিয়ে আশাবাদী। তবে ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। সব মিলিয়ে দেশের মাটিতে বছর শেষে একদিনের বিশ্বকাপের আগে কিছুটা স্বস্তিতে রোহিত।
বাংলা খবর/ খবর/খেলা/
২০ ওভারে টার্গেট হবে ১৫০ ! বিশ্বকাপের আগে নতুন ফর্মুলা রোহিতের ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement