Shoaib Malik T20 Squad : টি ২০ দলে শোয়েব মালিককে আনছে পাকিস্তান
Shoaib Malik T20 Squad : টি ২০ দলে শোয়েব মালিককে আনছে পাকিস্তান
অভিজ্ঞ শোয়েব মালিক ফিরছেন পাকিস্তান দলে
Shoaib Malik will be included in Pakistan T20 squad . শেষপর্যন্ত টি ২০ বিশ্বকাপ দলে ফিরছেন শোয়েব মালিক- এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম । তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা
#ইসলামাবাদ:পাকিস্তানের টি টোয়েন্টি দল নিয়ে শোয়েব আখতার, শাহিদ আফ্রিদি আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। আফ্রিদি এবং শোয়েব দুজনেই জানিয়েছিলেন কিছু ক্রিকেটার কেন বাদ গেল, আর কিছু ক্রিকেটার কেন দলে সুযোগ পেল, সেটা তাদের বুদ্ধির বাইরে। পাকিস্তান ক্রিকেটে নেপোটিজম অভিযোগ নতুন নয়। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন আজম খান। পাকিস্তানের প্রাক্তন উইকেট রক্ষক মইন খানের ছেলের দলে জায়গা পাওয়া নিয়ে অনেকেই অখুশি ছিলেন। প্রথমত আধুনিক ক্রিকেটে তার চেহারা আনফিট, তাছাড়া সাম্প্রতিক বড় রান করতে পারেননি।
আরও পড়ুন - Ishan Kishan T20 World Cup : বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন ঈশান ?
তাছাড়া এক অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে বিশ্বকাপ দলে নিলেও, আরেক অভিজ্ঞ শোয়েব মালিককে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষপর্যন্ত বিশ্বকাপ দলে ফিরছেন মালিক- এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা।
পিসিবির সূত্রের কথা উল্লেখ করে জানানো হয়েছে, প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে নেওয়া হবে দলে। পাশাপাশি বাদ দেওয়া হবে দুই মারমুখী ব্যাটসম্যান আজম খান ও শোয়েব মাকসুদকে। এছাড়া তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনেরও দলে থাকার সম্ভাবনা কম। মঙ্গলবার রাতে অধিনায়ক বাবর আজম সহ ছয় নির্বাচককে নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
সূত্র জানিয়েছে, চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে বলেছিলেন নির্বাচকরা। অথচ প্রথম পর্বের তিন ম্যাচে মাত্র ৩৫ রান করতে পেরেছেন আজম খান। শোয়েব মাকসুদ করেছেন ৪২ রান। অন্যদিকে দুই ম্যাচে ৪ উইকেট নিলেও ৮০ রান করেছেন মোহাম্মদ হাসনাইন। তাই তাদের জায়গা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।
দু'দিন আগেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিল দল। সেখানে প্রাক্তন পাকিস্তানি বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন ক্রিকেটারদের সঙ্গে। বুক চিতিয়ে খেলার নির্দেশ দিয়েছিলেন ইমরান।
শোয়েব মালিক দলে ফিরে এলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত মনে করেন প্রাক্তন ক্রিকেটাররা। আরব আমিরশাহীতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে সানিয়া মির্জার স্বামীর। তাছাড়া তিনি দুর্দান্ত ফিল্ডার। প্রয়োজনে অফ স্পিন করতে পারেন।
Published by:Rohan Chowdhury
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।