Shoaib Malik T20 Squad : টি ২০ দলে শোয়েব মালিককে আনছে পাকিস্তান
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Malik will be included in Pakistan T20 squad . শেষপর্যন্ত টি ২০ বিশ্বকাপ দলে ফিরছেন শোয়েব মালিক- এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম । তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা
তাছাড়া এক অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে বিশ্বকাপ দলে নিলেও, আরেক অভিজ্ঞ শোয়েব মালিককে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শেষপর্যন্ত বিশ্বকাপ দলে ফিরছেন মালিক- এমনটাই জানাচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ন্যাশলান টি-টোয়েন্টি কাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আনতে চলেছেন নির্বাচকরা।
advertisement
advertisement
পিসিবির সূত্রের কথা উল্লেখ করে জানানো হয়েছে, প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে নেওয়া হবে দলে। পাশাপাশি বাদ দেওয়া হবে দুই মারমুখী ব্যাটসম্যান আজম খান ও শোয়েব মাকসুদকে। এছাড়া তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনেরও দলে থাকার সম্ভাবনা কম। মঙ্গলবার রাতে অধিনায়ক বাবর আজম সহ ছয় নির্বাচককে নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।
advertisement
সূত্র জানিয়েছে, চলতি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলোয়াড়দের ভয়ডরহীন খেলতে বলেছিলেন নির্বাচকরা। অথচ প্রথম পর্বের তিন ম্যাচে মাত্র ৩৫ রান করতে পেরেছেন আজম খান। শোয়েব মাকসুদ করেছেন ৪২ রান। অন্যদিকে দুই ম্যাচে ৪ উইকেট নিলেও ৮০ রান করেছেন মোহাম্মদ হাসনাইন। তাই তাদের জায়গা নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।
দু'দিন আগেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিল দল। সেখানে প্রাক্তন পাকিস্তানি বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন ক্রিকেটারদের সঙ্গে। বুক চিতিয়ে খেলার নির্দেশ দিয়েছিলেন ইমরান।
advertisement
শোয়েব মালিক দলে ফিরে এলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য সঠিক সিদ্ধান্ত মনে করেন প্রাক্তন ক্রিকেটাররা। আরব আমিরশাহীতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে সানিয়া মির্জার স্বামীর। তাছাড়া তিনি দুর্দান্ত ফিল্ডার। প্রয়োজনে অফ স্পিন করতে পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 5:19 PM IST