Ishan Kishan T20 World Cup : বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন ঈশান ?

Last Updated:

Ishan Kishan might be left out of the Indian team in T20 World Cup. যদি ঈশান কিষান টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। টিম ম্যানেজমেন্ট চাইছে তার জায়গায় একজন বাঁহাতি ব্যাটসম্যানকে।

বিশ্বকাপের দলে ঈশানের থাকা নিয়ে প্রশ্ন উঠেছে
বিশ্বকাপের দলে ঈশানের থাকা নিয়ে প্রশ্ন উঠেছে
পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেপরোয়া হয়েই মুম্বই ইন্ডিয়ান্স এবার বাদ দিল ঈশান কিষানকে। টানা ব্যাট হাতে ফর্মে নেই ঈশান কিষান। অন্যদিকে, মুম্বই-ও আমিরশাহি পর্বে হারের হ্যাটট্রিকে প্লে অফে ওঠা ক্রমশ কঠিন করে ফেলেছে। শেষ পর্যন্ত জিতে কিছুটা অক্সিজেন ফিরে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এমন অবস্থায় ঈশান কিষানকে বাদ দিয়ে সৌরভ তিওয়ারিকে প্রথম একাদশে নিলেন রোহিত শর্মা, জয়াবর্ধনে জুটি।
advertisement
advertisement
বিশ্বকাপের স্কোয়াডে ঈশান কিষান রয়েছেন। ঈশানের টানা ব্যর্থতায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালেও চিন্তার ভাঁজ। যদিও ১০ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে দলে রদবদল করার, তাই প্রশ্ন উঠছে ঈশানকে কী দলে নিয়েও ছেঁটে ফেলা হবে ? শিখর ধাওয়ান অভিজ্ঞ হলেও তাঁকে দলে নেওয়া হয়নি। তরুণ ঈশানের ওপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
প্রয়োজনে ক্রুনাল পান্ডিয়ার নাম ভাবা যেতে পারে। তবে রবি শাস্ত্রী পৌঁছে যাচ্ছেন দুবাইয়ে। শোনা যাচ্ছে ঈশান নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলবেন ভারতীয় দলের হেডস্যার। ঈশানকে মুম্বই আর ম্যাচ খেলাবে কিনা সন্দেহ রয়েছে। কারণ তার জায়গায় সৌরভ টিওয়ারি যথেষ্ট ভাল খেলেছেন।
যদি ঈশান টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। টিম ম্যানেজমেন্ট চাইছে তার জায়গায় একজন বাঁহাতি ব্যাটসম্যানকে। সেক্ষেত্রে দেবদত্ত, সৌরভ টিওয়ারি এবং কিছুটা হলেও ভেঙ্কটেশ আইয়ার কেমন পারফর্ম করেন, নজর থাকবে নির্বাচকদের।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Kishan T20 World Cup : বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন ঈশান ?
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement