Ishan Kishan T20 World Cup : বিশ্বকাপের দল থেকে বাদ পড়বেন ঈশান ?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Ishan Kishan might be left out of the Indian team in T20 World Cup. যদি ঈশান কিষান টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। টিম ম্যানেজমেন্ট চাইছে তার জায়গায় একজন বাঁহাতি ব্যাটসম্যানকে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেপরোয়া হয়েই মুম্বই ইন্ডিয়ান্স এবার বাদ দিল ঈশান কিষানকে। টানা ব্যাট হাতে ফর্মে নেই ঈশান কিষান। অন্যদিকে, মুম্বই-ও আমিরশাহি পর্বে হারের হ্যাটট্রিকে প্লে অফে ওঠা ক্রমশ কঠিন করে ফেলেছে। শেষ পর্যন্ত জিতে কিছুটা অক্সিজেন ফিরে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন দল। এমন অবস্থায় ঈশান কিষানকে বাদ দিয়ে সৌরভ তিওয়ারিকে প্রথম একাদশে নিলেন রোহিত শর্মা, জয়াবর্ধনে জুটি।
advertisement
advertisement
বিশ্বকাপের স্কোয়াডে ঈশান কিষান রয়েছেন। ঈশানের টানা ব্যর্থতায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালেও চিন্তার ভাঁজ। যদিও ১০ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে দলে রদবদল করার, তাই প্রশ্ন উঠছে ঈশানকে কী দলে নিয়েও ছেঁটে ফেলা হবে ? শিখর ধাওয়ান অভিজ্ঞ হলেও তাঁকে দলে নেওয়া হয়নি। তরুণ ঈশানের ওপর ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
প্রয়োজনে ক্রুনাল পান্ডিয়ার নাম ভাবা যেতে পারে। তবে রবি শাস্ত্রী পৌঁছে যাচ্ছেন দুবাইয়ে। শোনা যাচ্ছে ঈশান নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সঙ্গে কথা বলবেন ভারতীয় দলের হেডস্যার। ঈশানকে মুম্বই আর ম্যাচ খেলাবে কিনা সন্দেহ রয়েছে। কারণ তার জায়গায় সৌরভ টিওয়ারি যথেষ্ট ভাল খেলেছেন।
যদি ঈশান টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। টিম ম্যানেজমেন্ট চাইছে তার জায়গায় একজন বাঁহাতি ব্যাটসম্যানকে। সেক্ষেত্রে দেবদত্ত, সৌরভ টিওয়ারি এবং কিছুটা হলেও ভেঙ্কটেশ আইয়ার কেমন পারফর্ম করেন, নজর থাকবে নির্বাচকদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2021 4:54 PM IST