পাকিস্তানের অধিনায়ক খারাপ! জিম্বাবোয়ের বিরুদ্ধে হারের পর আরও যা বললেন শোয়েব আখতার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ওপেনারদের বারবার ব্যর্থতার কথাও উল্লেখ করেন শোয়েব।
#ইসলামাবাদ: রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের শোচনীয় হারে কার্যত বাকরুদ্ধ। শোয়েব তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ তাঁর অভিযোগ পাকিস্তানি টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং পিসিবির ওপর। তিনি এও বলেছেন চলতি সপ্তাহের শেষ দিকেই পাকিস্তান দলে ফিরে আসবে। আখতার বলেছিলেন যে পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ রাউন্ড থেকে দেশে ফিরে আসবে পাশাপাশি ভারতকেও একহাত নিয়ে বলেছিলেন যে তারাও তিস মার খান নয়, সেমিফাইনালের পর আর যেতে পারবে না, তারা কিছুদিন পরে ফিরবে।
সোজাসুজি হারের দায় পাক অধিনায়কের ওপর দিয়েছেন শোয়েব আখতার৷ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, ‘‘জিম্বাবোয়ের কাছে দলের হার প্রমাণ করেছে আমাদের অধিনায়ক একজন খারাপ অধিনায়ক। দলের নেতৃত্ব বাজে অধিনায়কের হাতে।’’ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবোয়ে বড় বিপর্যয় ঘটিয়েছে৷ করে এবং রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে এক রানে পরাজিত করে। শেষ এক বলে তিন রান করতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু তা করতে পারেননি তার ব্যাটসম্যানরা।
advertisement
আরও পড়ুন - Viral Video: নিজেই নিজের ছক্কা দেখে হেসে চলেছেন, সূর্যকুমারের ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া
advertisement
পাকিস্তানের ছয় উইকেটের পতনের পর ম্যাচটি উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছেছিল। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১ রান। ৮৮ রানে পাকিস্তানের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। পরপর দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তান দলকে বিপাকে ফেলেছিলেন সিকান্দার রাজা।
advertisement
শোয়েব আখতার তার ইউটিউব চ্যানেলে বলেছেন, “আমি কী বলব, আমি বলব যে পাকিস্তানের একজন খারাপ অধিনায়ক আছে তাতে কোনও সন্দেহ নেই। টানা দ্বিতীয় হারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিয়েছে দলটি। অধিনায়কত্বে অনেক ঘাটতি রয়েছে। দল কেমন খেলছে বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট থেকে শুরু করে পিসিবি, কারোরই বোধগম্য নেই কী করা উচিত।’’
advertisement
দেখে শোয়েব আখতারের ইউটিউবে চ্যানেলে প্রচারিত মত
ওপেনারদের বারবার ব্যর্থতার কথাও উল্লেখ করেন শোয়েব। তিনি বলেন, “ওপেনাররা ক্রমাগত ব্যর্থ হচ্ছে। ফখর বসে আছে, কিন্তু তাকে খাওয়ানো হচ্ছে না। পেছনের পায়ে সে ভালো খেলতে পারে। কিন্তু আমি জানি না ম্যানেজমেন্ট কেমন ভাবছে।"
advertisement
শোয়েব আবারও বাবর আজমকে নিশানা করে বলেন, ‘‘ম্যাচ জিতুন, যে ম্যাচটা আপনি ভারতকে প্লেটে দিয়েছেন। বাবর আজম কেন ঠিকঠাক হিসেব করতে পারেননি। নওয়াজকে শেষ ওভার করানো হলো কেন? বাবরের এসব সিদ্ধান্তে আমি গভীরভাবে হতাশ।’’ শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, '‘আমি আগেই বলেছি যে পাকিস্তান দল এই সপ্তাহে দেশে ফিরবে এবং ভারতও সেমিফাইনাল খেলে পরের সপ্তাহে দেশে ফিরবে। তিনি (ভারত)ও তিস মার খান নন এবং আমরা তার চেয়েও খারাপ।’’
advertisement
এখন কেন আখতার ভারতের বিষয়েও একথা বলছেন, তা বোঝার বাইরে। কারণ এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতই একমাত্র দল, যারা পরপর দুটি ম্যাচ জিতেছে এবং পাকিস্তান তাদের দুটি ম্যাচেই হেরেছে। রবিবার যদি ভারত দক্ষিণ আফ্রিকাকে হারায়, তবে রোহিত শর্মা অ্যান্ড কোং প্রায় সেমিফাইনালে পৌঁছে যাবে। কারণ এর পর বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিপক্ষে বাকি দুটি ম্যাচ খেলতে হবে ভারতকে।
Location :
First Published :
October 29, 2022 4:41 PM IST