Viral Video: নিজেই নিজের ছক্কা দেখে হেসে চলেছেন, সূর্যকুমারের ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এখন সূর্যকুমার যাদব আবার নিজের রিঅ্যাকশনও দিয়েছেন৷ 

Surya Kumar Yadav was happy after watching the last six
Surya Kumar Yadav was happy after watching the last six
#সিডনি: রবিবার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল ছুটছে জয়ের পথে। ভারতীয় দল প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চার উইকেটে হারিয়ে দারুণ জয় পেয়ে উৎফুল্ল ভারত। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচেও ৫৬ রানে জয় পায় টিম ইন্ডিয়া। ম্যাচ চলাকালীন ভারতীয় দলের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেন। ইনিংসের শুরুতেই অধিনায়ক রোহিত শর্মা ৩৯ বলে ৫৩ রান করেন। সেই ম্যাচে ফের একবার ঝলসে ওঠে অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যাট। কিং কোহলি, যিনি পাকিস্তানের বিরুদ্ধে ৮২* রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন৷ নেদারল্যান্ডসের বিপক্ষেও ৬২* রানের একটি দুর্দান্ত অর্ধশতরান করেছিলেন৷
এই দুই ব্যাটসম্যান ছাড়াও ভারতীয় দলের  হয়ে চার নম্বরে ব্যাট করতে আসা সূর্যকুমার যাদব মাত্র ২৫ বলে ৫১* রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এদিনের ম্যাচে তার স্ট্রাইক রেট ২০০ ছাড়িয়ে যায়। সূর্যের তেজে তিনি ইনিংসের শেষ বলে ছক্কা মেরে তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের দশম অর্ধশতরান পূর্ণ করেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
এরপর নিজে নিজের এই ছক্কার ভিডিও দেখে মজা নিচ্ছেন তিনি, সেটাই এখন ভাইরাল ভিডিও৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এখন সূর্যকুমার যাদব আবার নিজের রিঅ্যাকশনও দিয়েছেন৷  একজন ফ্যানের হ্যান্ডেল থেকে  শেয়ার  হওয়া ভিডিওতে সূর্যকুমার যাদবকে নিজের দুর্দান্ত ছক্কা দেখতে দেখা যাচ্ছে। নিজের বিছানায় শুয়েই ছক্কা হাঁকানোর আনন্দে বুঁদ হয়েছেন৷
যাদবের এই ভিডিও তাঁর ফ্যানরাও বেশ পছন্দ করছেন। সূর্যকুমার যাদব বর্তমানে ভারতীয় দলের মিডল অর্ডারের প্রাণ। বেশ কিছু ম্যাচে তিনিই গেম চেঞ্জার হয়ে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: নিজেই নিজের ছক্কা দেখে হেসে চলেছেন, সূর্যকুমারের ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement