Shoaib Akhtar: `ভারতীয় বোর্ডের টাকায় পাকিস্তানি ক্রিকেটারদের সংসার চলে'! ফের বিস্ফোরক শোয়েব

Last Updated:

শোয়েব মনে করেন একজন ক্রিকেটারকে কিভাবে একটা ব্র্যান্ডে পরিণত করতে হয় এটা পৃথিবীকে শিখিয়েছে ভারত

ভারতের প্রশংসায় শোয়েব আখতার
ভারতের প্রশংসায় শোয়েব আখতার
করাচি: আসলে সত্যি কথা বলার দম খুব কম লোক রাখতে পারেন। বিশেষ করে যেখানে টাকা জড়িত সেখানে কে বিতর্ক বাড়াতে চায়? কিন্তু সেই দলে পড়েন না শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার মনে করেন আধুনিক ক্রিকেটে ভারত যেভাবে পয়সা তৈরি করেছে তাতে সবাইকে নতুন রাস্তা দেখিয়েছে বিসিসিআই। ক্রিকেট নিয়ে কিভাবে ব্যবসা করা যায় এটা পৃথিবীতে ভারতের থেকে ভাল কেউ জানে না।
তার জন্য বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন পাকিস্তানি তারকা। শোয়েব পরিষ্কার বলেছেন তিনি চান ভারত একদিনের বিশ্বকাপ থেকে প্রচুর টাকা রোজগার করুক। তাতে আইসিসির পাশাপাশি কিছুটা হলেও লাভ পাবে পাকিস্তান। আইসিসির উপার্জনের ৭০ শতাংশ টাকা আসে ভারত থেকে। কিছুটা ভাগ যায় পাকিস্তানেও। সেই টাকা থেকেই নিজেদের ঘরোয়া ক্রিকেটারদের এবং প্রাক্তন ক্রিকেটারদের মাইনে দেয় পিসিবি।
advertisement
পাকিস্তান সুপার লিগ হওয়ার পর তবুও কিছুটা টাকা নিজেরা রোজগার করতে পারে পিসিবি। বাবর, রিজওয়ান, শাহীনদের চুক্তির টাকা বাড়ানোর পেছনেও ভারতের অবদান আছে। তিনি নিজেও দীর্ঘদিন ভারতের বিভিন্ন চ্যানেলে কাজ করে মিডিয়া হ্যান্ডেল করা শিখেছেন। এর জন্য তিনি ভারতের কাছে কৃতজ্ঞ থাকবেন। শোয়েব মনে করেন একজন ক্রিকেটারকে কিভাবে একটা ব্র্যান্ডে পরিণত করতে হয় এটা পৃথিবীকে শিখিয়েছে ভারত।
advertisement
advertisement
এরকম নয় ভারতের থেকে কম প্রতিভাবান ক্রিকেটার পাকিস্তানিরা। কিন্তু যে সমর্থন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা এবং বাকিরা পেয়ে থাকেন সেটা পাকিস্তানে একজন উঠতি ক্রিকেটার পান না। তাছাড়া আইপিএল সারা বিশ্বেই ক্রিকেটের নতুন চোখ খুলে দিয়েছে।
দুই দেশের যা সম্পর্ক তাতে শোয়েবের এই মন্তব্য আগুনে ঘি ঢালতে পারে। তাঁর এই বক্তব্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও চমকে যেতে পারেন। কারণ পিসিবিকে কটাক্ষ করেই একথা বলেছেন শোয়েব। তবে তিনি সেটা পরোয়া করেন না। শোয়েব জানিয়েছেন তিনি যেটা সত্যি সেটাই বলেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar: `ভারতীয় বোর্ডের টাকায় পাকিস্তানি ক্রিকেটারদের সংসার চলে'! ফের বিস্ফোরক শোয়েব
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement