Shoaib Akhtar on Sourav Ganguly : কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!

Last Updated:

Shoaib Akhtar remembers how Sourav Ganguly convinced John Buchanan to include half fit pacer in KKR. কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!

কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!
কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!
#করাচি: অধিনায়ক থাকার সময় নিজের বিশ্বাস থাকলে একজন ক্রিকেটারের জন্য অলআউট যেতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি এরকমই একটি উদাহরণ তুলে ধরেছেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে বিস্তারিত জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'।
তখন ভারত-পাকিস্তানের মাঝে রাজনৈতিক সম্পর্ক এতটা খারাপ ছিল না। তাই ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে দেখা গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের।
advertisement
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন স্পিডস্টার শোয়েব আখতার। মোট ১১ জন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন আইপিএলে। কিন্তু সেবারের পর আর কোনো আসরে দেখা যায়নি পাকিস্তানি ক্রিকেটারদের। নিলামে অন্যতম দামি ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন শোয়েব। আইপিএলে অংশ নেওয়ার সময় তিনি নিষিদ্ধ ছিলেন। তাই আইপিএলের ৩৫তম ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পান। সেই মাঠে নামাও সহজ ছিল না।
advertisement
সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন নাইট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পুরনো দিনের সেসব স্মৃতি এবার নিজেই প্রকাশ করলেন শোয়েব। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় তাকে একাদশে নিতে রাজি ছিলেন না কোচ। 'স্পোর্টস ক্রীড়া'য় এক কলামে শোয়েব লিখেছেন, নাইট রাইডার্স ক্যাম্পে যোগ দেওয়ার সময় নিষিদ্ধ ছিলাম। জন বুকানন সৌরভকে বলেছিলেন, আমি খেলার জন্য ম্যাচ ফিট নই।
advertisement
যার জবাবে সৌরভ বলেছিল, শোয়েবকে নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। সে অর্ধেক ফিট হলেও সমস্যা নেই। ঘটনাচক্রে, শোয়েব নির্বাসন কাটিয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে প্রথম ম্যাচেই আগুন ঝরা বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তার বোলিং ফিগারও ছিল রেকর্ডে মোড়া।
ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার শোয়েব সেই আইপিএলে মাত্র ৩টি ম্যাচ খেলেন। তবে পরের দুই ম্যাচে আর আগুন ঝরাতে পারেননি। ৩ ম্যাচে মোট ৫ উইকেট নিয়েই শেষ হয় তার আইপিএল ক্যারিয়ার। তবে সৌরভ ইমরান খানের পর এশিয়ার সেরা অধিনায়ক ছিলেন মেনে নিয়েছেন শোয়েব আখতার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar on Sourav Ganguly : কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement