Shoaib Akhtar: বিশ্বকাপের প্রোমোয় কোথায় পাকিস্তান? আইসিসিকে জোকার বললেন শোয়েব
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শোয়েব মনে করেন ভারতের নির্দেশেই ইচ্ছে করে এমন করা হয়েছে। ভারতের পয়সার জোরের কাছে মুখ খুলতে পারেনা আইসিসি
করাচি: কদিন আগেই ভারতের মাটিতে হতে চলা আইসিসি একদিনের বিশ্বকাপের প্রোমো রিলিজ করেছে আইসিসি। বলিউড সুপারস্টার শাহরুখ খানের উপস্থিতিতে হয়েছে সেই ভিডিও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে গেছে এই প্রোমো। কয়েক লক্ষ ভিউ অতিক্রম করে গিয়েছে। কিন্তু এই প্রোমো দেখে ব্যাপক চটেছেন শোয়েব আখতার। পাকিস্তানকে এই প্রোমোতে না রেখে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন শোয়েব।
এটা হাসির খোরাক এবং ক্রিকেটের প্রতি মূর্খতা বলে জানিয়েছেন তিনি।
বিশ্বকাপ নিয়ে এই বছরের শুরু থেকেই বিরূপ মনোভাব পোষণ করছে পাকিস্তান। সময়সূচী প্রকাশ হওয়ার আগে থেকেই তারা বলতে থাকে ভারতে খেলতে আসবে না। এর পিছনে অবশ্যই রয়েছে এশিয়া কাপ। আগস্ট মাস থেকে শুরু হতে চলা এই বছরের এশিয়া কাপ প্রথমে শুধুমাত্র পাকিস্তানের হওয়ার কথা ছিল।
advertisement
advertisement
কিন্তু পাকিস্তানের খেলা হলে ভারত সেখানে যাবে না বলে বেকে বসে। শেষে পরিস্থিতি সামাল দিতে কিছু ম্যাচ পাকিস্তানে এবং কিছু ম্যাচ শ্রীলঙ্কাতে করা হবে বলে স্থির করা হয়। তখনই পাক বোর্ডের তরফ থেকে বলা হয় তারা ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে যাবে না। বর্তমানে পাক সরকার একটি কমিটি গঠন করেছে। তারা ভারতের বিভিন্ন স্থানে যেখানে খেলা হবে সেখানে পাকিস্তান দলের নিরাপত্তাজনিত দিক খাতিয়ে দেখার পর সরকারকে জানাবে।
advertisement
Whoever thought that World Cup promo will be complete without Pakistan & Babar Azam’s significant presence, has actually presented himself as a joke.
Come on guys, time to grow up a bit.— Shoaib Akhtar (@shoaib100mph) July 22, 2023
সেই মতো সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। শোয়েব তাঁর সোশ্যাল মিডিয়ায় পাক দলের সদস্যদের উদ্দেশ্য করে লেখেন, সবাই ভেবেছিল যে পাকিস্তান এবং বাবর আজমের উল্লেখযোগ্য উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রচার সম্পূর্ণ হবে। তাই হয়েছে। আসলে এটা একটা রসিকতা হিসাবে উপস্থাপনা হয়েছে। আমাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর।
advertisement
উদ্বোধনী ম্যাচ খেলবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। শোয়েব মনে করেন ভারতের নির্দেশেই ইচ্ছে করে এমন করা হয়েছে। ভারতের পয়সার জোরের কাছে মুখ খুলতে পারেনা আইসিসি। তাদের এই নিয়ে দেখা উচিত ছিল মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 1:37 PM IST