লজ্জিত, অপমানিত শোয়েব ! পাকিস্তানের অবাক হারে পিসিবিকে ধুয়ে দিলেন আমির

Last Updated:

Shoaib Akhtar and Mohammed Amir blasts PCB and Pakistan chief selector after defeat against Zimbabwe. লজ্জিত শোয়েব, পাকিস্তানের লজ্জার হারে পিসিবিকে ধুয়ে দিলেন আমির

দুঃস্বপ্নের রাত পাকিস্তান ক্রিকেটে
দুঃস্বপ্নের রাত পাকিস্তান ক্রিকেটে
#লাহোর: পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ শহরে আজকের দিনটা পাকিস্তান ক্রিকেটের জন্য এতটা খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে কে ভাবতে পেরেছিল? ভারতের কাছে হার লড়াই করে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তাই বললে জিম্বাবোয়ের কাছে ? মাথা ঠিক রাখা যায় কি? শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি লজ্জিত এবং বিরক্ত।
প্রাক্তন ক্রিকেটার হিসেবে এটা তার কাছে দুঃখের দিন। তিনি আগেও বলেছিলেন শ্রমিক শ্রেণীর মানসিকতা দিয়ে বোর্ড চালানো যায় না। সব ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে প্রধান নির্বাচক যিনি তার ভূমিকা কোথায়? তিনি কত দূর ক্রিকেট বোঝেন সন্দেহ আছে। অবশ্য এই প্রথম নয়। এর আগেও এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান হেরে যাওয়ার পর নির্বাচন প্রধানকে আক্রমণ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
advertisement
advertisement
মহম্মদ ওয়াসিম কিছুই বোঝেন না দাবি করেছিলেন শোয়েব। পাশাপাশি এই দিনে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে অলআউট আক্রমণ করেছেন মহম্মদ আমির। পাকিস্তানের বিখ্যাত বাঁহাতি পেসার জানিয়েছেন, প্রথম দিন থেকে দল বাছাই করার ক্ষেত্রে ভুল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। দলের কম্বিনেশন ঠিক নেই। এখন এই ব্যর্থতার দায় নেবে কে?
advertisement
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার কোনও সাফাই এখন মানাবে না বলছেন আমির। তবে বড় ধাক্কা হলেও পাকিস্তানের বিশ্বকাপে সব সুযোগ শেষ এমন বলা যায় না। দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে তাহলে পাকিস্তানের কিছু করার নেই। তবে সবার আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে হারাতে হবে তাদের। তারপর বাকি অঙ্কের দিকে মন দিতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লজ্জিত, অপমানিত শোয়েব ! পাকিস্তানের অবাক হারে পিসিবিকে ধুয়ে দিলেন আমির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement