লজ্জিত, অপমানিত শোয়েব ! পাকিস্তানের অবাক হারে পিসিবিকে ধুয়ে দিলেন আমির
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar and Mohammed Amir blasts PCB and Pakistan chief selector after defeat against Zimbabwe. লজ্জিত শোয়েব, পাকিস্তানের লজ্জার হারে পিসিবিকে ধুয়ে দিলেন আমির
#লাহোর: পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ শহরে আজকের দিনটা পাকিস্তান ক্রিকেটের জন্য এতটা খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে কে ভাবতে পেরেছিল? ভারতের কাছে হার লড়াই করে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু তাই বললে জিম্বাবোয়ের কাছে ? মাথা ঠিক রাখা যায় কি? শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি লজ্জিত এবং বিরক্ত।
প্রাক্তন ক্রিকেটার হিসেবে এটা তার কাছে দুঃখের দিন। তিনি আগেও বলেছিলেন শ্রমিক শ্রেণীর মানসিকতা দিয়ে বোর্ড চালানো যায় না। সব ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে প্রধান নির্বাচক যিনি তার ভূমিকা কোথায়? তিনি কত দূর ক্রিকেট বোঝেন সন্দেহ আছে। অবশ্য এই প্রথম নয়। এর আগেও এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান হেরে যাওয়ার পর নির্বাচন প্রধানকে আক্রমণ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
advertisement
Average mindset, Average results. Thats the reality, face it. pic.twitter.com/plLZ11Qx0Y
— Shoaib Akhtar (@shoaib100mph) October 27, 2022
advertisement
মহম্মদ ওয়াসিম কিছুই বোঝেন না দাবি করেছিলেন শোয়েব। পাশাপাশি এই দিনে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে অলআউট আক্রমণ করেছেন মহম্মদ আমির। পাকিস্তানের বিখ্যাত বাঁহাতি পেসার জানিয়েছেন, প্রথম দিন থেকে দল বাছাই করার ক্ষেত্রে ভুল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। দলের কম্বিনেশন ঠিক নেই। এখন এই ব্যর্থতার দায় নেবে কে?
advertisement
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার কোনও সাফাই এখন মানাবে না বলছেন আমির। তবে বড় ধাক্কা হলেও পাকিস্তানের বিশ্বকাপে সব সুযোগ শেষ এমন বলা যায় না। দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে তাহলে পাকিস্তানের কিছু করার নেই। তবে সবার আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে হারাতে হবে তাদের। তারপর বাকি অঙ্কের দিকে মন দিতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2022 10:19 PM IST