T20 World Cup 2024: শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বাদ টি-২০ বিশ্বকাপ থেকে? কারা নেবে সেই জায়গা!

Last Updated:

ICC T20 World Cup 2024: আফগানিস্তানের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল। একইসঙ্গে টি-২০ বিশ্বকাপের আগে দুটি বিষয় নিয়ে চিন্তাও অনেকটা কমল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

গিল ও হার্দিক বাদ টি-২০ বিশ্বকাপ থেকে?
গিল ও হার্দিক বাদ টি-২০ বিশ্বকাপ থেকে?
কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবের দাপুটে ব্যাটিং ও ভালো বোলিং চিন্তা কিছুটা হলেও কমিয়েছে ভারতীয় নির্বাচকদের। কারণ একদিনের বিশ্বকাপ থেকে চোটের জন্য দলের বাইরে হার্দাক পান্ডিয়া। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। শোনা যাচ্ছে আইপিএল থেকে মাঠে ফিরবেন তিনি। তবে সেই খবর এখনও নিশ্চিৎ নয়। ফলে টি-২০ বিশ্বকাপে হার্দিককে পাওয়া নিয়ে কোনও সবুজ সংকেত এখনও মেলেনি। তার আগে শিবম দুবের এমন মারকাটারি পারফরম্যান্সে চিন্তা কমেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৪০ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে। ৫টি চার ও ২টি ছয় মারেন তিনি। বোলিংয়ে ২ ওভারে ৯ রান দিয়ে নেন ১টি উইকেট। দ্বিতীয় ম্যাচেও একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেন খোদ রোহিত শর্মাও। শিবম দুবেও এই পারফরম্যান্সের পর বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেতে গেলে যে আইপিএলেও ভাল পারফর্ম করতে হবে সেই কথাও বলেছেন তরুণ অলরাউন্ডার।
advertisement
advertisement
অপরদিকে, ২০২৩ সালটা ব্যাট হাতে স্বপ্নের মত কাটিয়েছিলেন অপর তরুণ ওপেনার শুভমান গিল। কিন্তু ২০২৩-এর শেষের দিকটা ও ২০২৪-এর শুরুটা ততটা ভাল হয়নি গিলের। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে গিলের জায়গায় খেলানো হয় যশস্বী জয়সওয়ালকে। ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। এছাড়াও সীমিক সুযোগে বারবার নিজেকে প্রমাণ করেছেন যশস্বী। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। ফলে আইপিএলেও যদি গিলের ব্যাটে রানের খরা থাকে তাহলে তাঁর জায়গা টি-২০ বিশ্বকাপে যশস্বী খেয়ে নিতে পারে বলে মনে করছেন অনেকেই।
advertisement
তবে হার্দিক পান্ডিয়া ও শুভমান গিল দলে নিজেদের যোগ্যতা দীর্ঘ দিন ধরে প্রমাণ করে এসেছে। বিগত দেড় বছর ধরে টি-২০ ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। গিলকেও ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। ফলে চোট বা সাময়ীক অফ ফর্মের কারণে তাদের দল থেকে বা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে বলে মনে করছে না ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup 2024: শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া বাদ টি-২০ বিশ্বকাপ থেকে? কারা নেবে সেই জায়গা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement