আবার বিয়ে দেবেন ছেলের! বাবার সঙ্গে তুমুল ঝামেলা লেগে গেল গব্বরের

Last Updated:

Shikhar Dhawan: ছেলের দ্বিতীয় বিয়ে দেবেন। বাবার সঙ্গে লেগে গেল শিখর ধাওয়ানের।

#নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শিখর ধাওয়ান বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এদিকে শিখর ধাওয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে তাঁকে বাবার সঙ্গে বিয়ের নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শিখর ধাওয়ান তাঁর বাবাকে জিজ্ঞাসা করছেন, 'তুমি আমাকে না জিজ্ঞেস করে কী করে আমার বিয়ে ঠিক করবে'। ধাওয়ানের এই প্রশ্নের জবাবে তাঁর বাবা বলেন, 'তোমাকে না জিজ্ঞেস করেই তোমায় জন্ম দিয়েছিলাম।'
আরও পড়ুন- আইপিএল নিয়ে বড় আপডেট! আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হতে পারে মিনি নিলাম
আসলে ধাওয়ান তাঁর বাবার সঙ্গে একটি ইন্সটা রিল বানিয়েছেন। যা তাঁর ভক্তদের খুব পছন্দ হয়েছে। মাঝেমধ্যেই বাবার সঙ্গে ইনস্টা রিল বানান তিনি। এর আগেও গব্বরের একের পর এক রিল সমর্থকদের পছন্দ হয়েছে। ধাওয়ান ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'পাপা খেলেছেন।'
advertisement
advertisement
advertisement
শিখর ধাওয়ান তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন। গত বছরই স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। শিখর ধাওয়ান ২০১২ সালে আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন। আয়েশা মেলবোর্নের একজন প্রবাসী বাঙালি। শিখরের থেকে আয়েশা প্রায় ১০ বছরের বড়। শিখর ও আয়েশার একটি ছেলেও রয়েছে।
আরও পড়ুন- মাত্র ১১ বছরের ছেলের বোলিংয়ে কাত রোহিত শর্মা! ইচ্ছে ভারতীয় দলে খেলার
৩৬ বছর বয়সী শিখর ধাওয়ান এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ৩৪টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শিখর ধাওয়ান ৩৪টি টেস্ট ম্যাচে ৪০.৬১ গড়ে ২৩১৫ রান করেছেন। ওডিআইতে তিনি ৪৫.০৮ গড়ে ৬৬৭২ রান করেছেন। টি-টোয়েন্টিতে শিখর ধাওয়ান ২৭.৯২ গড়ে ১৭৫৯ রান করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আবার বিয়ে দেবেন ছেলের! বাবার সঙ্গে তুমুল ঝামেলা লেগে গেল গব্বরের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement