আইপিএল নিয়ে বড় আপডেট! আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হতে পারে মিনি নিলাম
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
IPL 2023 mini auction likely to be held in Bengaluru with increase in amount. আইপিএল নিয়ে বড় আপডেট! আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হতে পারে নিলাম
#বেঙ্গালুর: এই মুহূর্তে ভারতীয় দল রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় একমাত্র লক্ষ্য তাদের। কিন্তু এর মধ্যেই বড় আপডেট চলে এল ২০২৩ আইপিএলকে কেন্দ্র করে। আসলে ভারতীয় ক্রিকেটের আসল আর্থিক পরিকাঠামো আইপিএল এখন বিশ্বকাপের থেকেও কম গুরুত্বপূর্ণ নয়।ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য যেটা জানতেই হবে। ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলাম হতে পারে ডিসেম্বরে। এটি একটি মিনি নিলাম হবে।
আরও পড়ুন - পার্থের নেটে খুদের প্রতিভা দেখে চমকে গেলেন রোহিত, ব্যাট করলেন বিস্ময় বালকের বলে
রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে পারে। আর সেটা হবে সম্ভবত বেঙ্গালুরুতে। যদিও বিসিসিআই এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। মার্চের শেষ সপ্তাহে ২০২৩ আইপিএলের আসর বসতে পারে। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, এ বারের আইপিএল পুরোনো ফর্ম্যাটেই আয়োজন করা হবে।
advertisement
এর মানে দলগুলোকে নিজেদের মাঠে অর্ধেক ম্যাচ খেলতে হবে এবং অর্ধেক অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি টাকা। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তবে দলগুলোর বাজেটও নির্ধারণ করা হবে, তারা কতজন খেলোয়াড় ধরে রেখেছে, তার উপর।
advertisement
IPL 2023 auction to be held on 16th December in Bengaluru. (Reported by TOI).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 16, 2022
advertisement
মিনি আইপিএলের পর দলগুলোর পরিস্থিতি এ বার কী দাঁড়ায়, সেটা দেখার আগ্রহ ক্রিকেট প্রেমীদের মধ্যে নেহাৎ কম নয়। শোনা গিয়েছিল রবীন্দ্র জাদেজাও এই মরশুমে চেন্নাই সুপার কিংস ছাড়তে চলেছেন। এখন আবার অন্য কথা শোনা যাচ্ছে। ট্রান্সফার উইন্ডো সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।
নিলাম প্রক্রিয়া শুরু হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলে খবর। সবচেয়ে আকর্ষণের ব্যাপার হতে চলেছে তিন বছর বাদে প্রত্যেক দল নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে। অর্থাৎ সারা ভারত জুড়ে আবার সন্ধ্যার ক্রিকেট আসর জমে উঠবে।
advertisement
ইডেন গার্ডেন্স আবার খেলতে দেখা যাবে কেকেআরকে। নিজেদের প্রিয় দলকে মাঠে গিয়ে সমর্থন করতে পারবেন কলকাতার ক্রিকেট প্রেমীরা। অধিনায়ক শ্রেয়স আইয়ার কেমন ক্রিকেট খেলেন সেটা দেখার জন্য মুখিয়ে আছে কলকাতার ক্রিকেটপ্রেমীরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 5:58 PM IST