মাত্র ১১ বছরের ছেলের বোলিংয়ে কাত রোহিত শর্মা! ইচ্ছে ভারতীয় দলে খেলার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Surprised by 11 year boy: ১১ বছরের ছেলে চমকে দিল ভারতীয় দলের অধিনায়ককে!
#পারথ: মাত্র ১১ বছর বয়স। তবে এই বয়সেই সে এমন কিছু করছে যা রোহিত শর্মার মতো তারকাকেও অবাক করে দিল। ১১ বছরের ছেলের বোলিং দেখে হা হয়ে গেলেন ভারতীয় দলের অধিনায়ক।
ত ৭ অক্টোবর পারথে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপের আগে দুটো আনঅফিশিয়াল এবং দুটো অফিশিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দলের মিশন ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তবে তার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না ভারতীয় ক্রিকেটাররা।
আরও পড়ুন- বুমরাহর বদলে বিশ্বকাপে রেনুকাকে চাই ! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দাবি ভারতীয় সমর্থকদের
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ১১ বছর বয়সি দ্রুশীল চৌহান নামের এক ছেলের বোলিং দেখে অবাক হয়ে গেলেন খোদ রোহিত শর্মা। তিনি প্র্য়াকটিস শেষে সেই ছেলেকে নিজের কাছে ডেকে নেন। তার পর তাকে অটোগ্রাফ দেন।
advertisement
advertisement
দ্রুশীল চৌহান পারথে থাকে। ১১ বছর বয়স হলেও তার বোলিং অ্যাকশন ভারতীয় দলের অনেককে চমকে দিয়েছে। পারথে ভারতীয় দলের ব্যাটারদের নেটে বোলিং করে দ্রুশীল। তখনই তাকে দেখে অবাক হন রোহিত শর্মা। দ্রুশীলের বোলিং অ্যাকশন একেবারে পেশাদার ক্রিকেটারদের মতো।
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦!
— BCCI (@BCCI) October 16, 2022
When a 11-year-old impressed @ImRo45 with his smooth action!
A fascinating story of Drushil Chauhan who caught the eye of #TeamIndia Captain & got invited to the nets and the Indian dressing room. #T20WorldCup
Watch https://t.co/CbDLMiOaQO
advertisement
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার! ব্যাখ্যা করলেন কারণ
দ্রুশীল পারথে থাকে। তবে তার ইচ্ছে কোনও একদিন ভারতীয় দলের হয়ে খেলার। তা নিয়ে রোহিত শর্মা তার সঙ্গে মজাও করেন। রোহিত শর্মা তাকে বলেন, তুমি যদি পারথে থাকো তা হলে ভারতের হয়ে খেলবে কী করে! প্র্যাকটিস শেষে দ্রুশীলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন রোহিত। তাকে অটোগ্রাফ ও টিপস দেন ভারতীয় দলের অধিনায়ক।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2022 7:41 PM IST