মাত্র ১১ বছরের ছেলের বোলিংয়ে কাত রোহিত শর্মা! ইচ্ছে ভারতীয় দলে খেলার

Last Updated:

Rohit Sharma Surprised by 11 year boy: ১১ বছরের ছেলে চমকে দিল ভারতীয় দলের অধিনায়ককে!

#পারথ: মাত্র ১১ বছর বয়স। তবে এই বয়সেই সে এমন কিছু করছে যা রোহিত শর্মার মতো তারকাকেও অবাক করে দিল। ১১ বছরের ছেলের বোলিং দেখে হা হয়ে গেলেন ভারতীয় দলের অধিনায়ক।
ত ৭ অক্টোবর পারথে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। বিশ্বকাপের আগে দুটো আনঅফিশিয়াল এবং দুটো অফিশিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দলের মিশন ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তবে তার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না ভারতীয় ক্রিকেটাররা।
আরও পড়ুন- বুমরাহর বদলে বিশ্বকাপে রেনুকাকে চাই ! সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দাবি ভারতীয় সমর্থকদের
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ১১ বছর বয়সি দ্রুশীল চৌহান নামের এক ছেলের বোলিং দেখে অবাক হয়ে গেলেন খোদ রোহিত শর্মা। তিনি প্র্য়াকটিস শেষে সেই ছেলেকে নিজের কাছে ডেকে নেন। তার পর তাকে অটোগ্রাফ দেন।
advertisement
advertisement
দ্রুশীল চৌহান পারথে থাকে। ১১ বছর বয়স হলেও তার বোলিং অ্যাকশন ভারতীয় দলের অনেককে চমকে দিয়েছে। পারথে ভারতীয় দলের ব্যাটারদের নেটে বোলিং করে দ্রুশীল। তখনই তাকে দেখে অবাক হন রোহিত শর্মা। দ্রুশীলের বোলিং অ্যাকশন একেবারে পেশাদার ক্রিকেটারদের মতো।
advertisement
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে কার্তিক নয়, পন্থকে খেলানোর পরামর্শ সুরেশ রায়নার! ব্যাখ্যা করলেন কারণ
দ্রুশীল পারথে থাকে। তবে তার ইচ্ছে কোনও একদিন ভারতীয় দলের হয়ে খেলার। তা নিয়ে রোহিত শর্মা তার সঙ্গে মজাও করেন। রোহিত শর্মা তাকে বলেন, তুমি যদি পারথে থাকো তা হলে ভারতের হয়ে খেলবে কী করে! প্র্যাকটিস শেষে দ্রুশীলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন রোহিত। তাকে অটোগ্রাফ ও টিপস দেন ভারতীয় দলের অধিনায়ক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ১১ বছরের ছেলের বোলিংয়ে কাত রোহিত শর্মা! ইচ্ছে ভারতীয় দলে খেলার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement