শাহরুখের হাতের এই ঘড়ি দেখার মতো, পরেছিলেন IPL ফাইনালে, যা দাম, শুনলে হা হবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan watch price: কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই মডেল-এর নাম RM 11-03. বিশ্বব্যাপী এর ৫০০ টি সংস্করণ রয়েছে। এই মডেল টাইটেনিয়াম, তামা এবং সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি ওজনে খুবই হালকা।
কলকাতা: কলকাতা নাইট রাইডার্স তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। গত রবিবার খেলা আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই হারিয়েছিল কেকেআর।
প্রায় সকলেই জানেন, কেকেআর দলের সহ-মালিক শাহরুখ খান। ফাইনাল ম্যাচে শাহরুখ খানের সাথে তার পুরো পরিবার স্টেডিয়ামে উপস্থিত ছিল। কিং খানের দল ম্যাচ জেতার সাথে সাথে তিনি উত্সাহের সাথে মাঠে আসেন এবং হাত জোড় করে জনগণকে ধন্যবাদ জানান।
শাহরুখ খান যখন সামনে থাকলে কেউ তাঁর থেকে চোখ সরাতে পারে না। তবে অনেক সময় দৃষ্টি পড়ে তাঁর বিশেষ কিছু জিনিসে। সেদিন কিং খানের পরা ঘড়িটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। শাহরুখ খান বিলাসবহুল ব্র্যান্ড রিচার্ড মিলের সীমিত সংস্করণের ঘড়ি পরেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- টি২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন সচিন, কারণও জানাল আইসিসি
শাহরুখ খান ঠিক কোন মডেলের ঘড়িটি পরেছেন তা বলা মুশকিল। তবে এটির দাম ৪ থেকে ৭ কোটি টাকার মধ্যে বললে ভুল হবে না।
কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই মডেল-এর নাম RM 11-03. বিশ্বব্যাপী এর ৫০০ টি সংস্করণ রয়েছে। এই মডেল টাইটেনিয়াম, তামা এবং সোনা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি ওজনে খুবই হালকা।
advertisement
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ কোন কোন তারিখে? ভারত-পাক ম্যাচ কবে? রইল সূচি
কিং খানের হাতে থাকা ঘড়ির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই বলছেন, এই ঘড়ি বলিউডের রাজাকেই মানায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 29, 2024 2:21 PM IST