ICC T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন সচিন, কারণও জানাল আইসিসি

Last Updated:

ICC T20 World Cup 2024: ভারত- পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। বরাবরই এই ম্যচে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।

বিশ্বকাপে গ্যালারিতে থাকবেন সচিন।
বিশ্বকাপে গ্যালারিতে থাকবেন সচিন।
নিউ ইয়র্ক: ভারত- পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। বরাবরই এই ম্যচে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন নিউ ইয়র্কে। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন তেন্ডুলকর। কেন বিশ্বকাপের ওই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন, তা-ও জানিয়েছে আইসিসি। জানা গিয়েছে আইসিসিকে স্পন্সর করে এমন একটি সংস্থার বাণিজ্যিক দূত সচিন। সেই সংস্থার অনুরোধেই মাঠে থাকবেন সচিন।
advertisement
advertisement
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছে, সেখানেই আয়োজিত হবে ভারত- পাকিস্তানের ম্যাচ। ৩৬ হাজার দর্শকাসন বিশিষ্ট ওই স্টেডিয়ামের ভারত-পাক ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। টিকিটের দাম অনেকটা বেশি হলেও আমেরিকায় বসবাসকারী ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে এই ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে।
advertisement
প্রসঙ্গত, পাকিস্তান ছাড়াও এ বার ভারতের ম্যাচ রয়েছে কানাডা, আমেরিকা এবং আয়ারল্যান্ডের সঙ্গে। এর মধ্যে কানাডার ম্যাচ ছাড়া সব ম্যাচই ভারত নিউ ইয়র্কে খেলবে। কানাডার সঙ্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে উপস্থিত থাকবেন সচিন, কারণও জানাল আইসিসি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement