Shahrukh Khan hockey: শাহরুখ সুপারস্টার না হলে হকি খেলতেন দেশের জার্সিতে! কিং খানকে কুর্নিশ হকি তারকাদের

Last Updated:

শাহরুখ খানের একটা গোপন সিক্রেট অনেকেই জানেন না। স্কুলের ক্লাস টেন থেকেই দুর্দান্ত হকি খেলতেন তিনি

শাহরুখ চেয়েছিলেন হকি খেলোয়াড় হতে
শাহরুখ চেয়েছিলেন হকি খেলোয়াড় হতে
দিল্লি: শাহরুখ খান যখন দিল্লিতে থাকতেন এবং কলেজে পড়তেন তখন থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। নাটকের অভিনয় থেকে শুরু করে সিনেমা জগতে প্রবেশ কিভাবে হয়েছিল সেটা সকলেই জানেন। কিন্তু শাহরুখ খানের একটা গোপন সিক্রেট অনেকেই জানেন না। স্কুলের ক্লাস টেন থেকেই দুর্দান্ত হকি খেলতেন তিনি। শাহরুখের হকি এতটাই পেশাদার ছিল যে চালিয়ে গেলে ভবিষ্যতে ভারতের জার্সিতেও খেলার যোগ্যতা রাখতেন।
ফুটবলটাও মন্দ খেলতেন না। কিন্তু হকিতে শাহরুখ মাষ্টার ছিলেন। হাতে হকি স্টিক পড়লেই বিপক্ষ ডিফেন্স ভেঙে ড্রিবল করে এগিয়ে যেতে ভালোবাসতেন শাহরুখ। একবার কলেজে হকি টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। একটি পুরনো ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ২০১৮ হকি বিশ্বকাপের আগে ভারতীয় দলের খেলোয়াড়রা শাহরুখকে বার্তা দিচ্ছেন। মনপ্রীত, মন্দিপ, সুনীল, হরমন, শ্রীজেশ শাহরুখ খানকে বলছেন আপনি আমাদের খেলা দেখতে আসবেন তো?
advertisement
advertisement
advertisement
শুনেছি আপনি কলেজ জীবনে প্রচুর হকি খেলেছেন। জবাবে শাহরুখ তাদের জানিয়েছিলেন হকি ভারতের গর্ব এবং পরিচয়। তিনি ক্রিকেটের থেকেও হকিকে বেশি পছন্দ করেন। তিনি চান তার ছোট ছেলে আব্রাম ভবিষ্যতে কোন পেশাদারী খেলা খেললে যেন হকিকে বেছে নেয়। কিং খান হকি খেলোয়াড়দের বলেন তিনি অবশ্যই বিশ্বকাপে তাদের খেলা দেখবেন এবং ভারতের জন্য গলা ফাটাবেন। কারণ হকি তার রক্তে আছে।
advertisement
ভিডিও চার বছর আগের হলেও শাহরুখের ভালবাসা হকির প্রতি আজও সেই একই রকম রয়ে গিয়েছে। সুযোগ পেলেই বসে পড়েন টিভির সামনে। ভারত হকি খেললে সাধারণত মিস করেন না শাহরুখ। চাক দে ইন্ডিয়া সিনেমার কোচের ভূমিকায় তার অসাধারণ অভিনয় কে ভুলতে পারে? শাহরুখ জানিয়েছেন তিনি শুধু ডায়লগ মনে করেছিলেন। হকির সঙ্গে তিনি এতটাই জড়িত যে আবেগ তাকে তৈরি করতে হয়নি।
বাংলা খবর/ খবর/খেলা/
Shahrukh Khan hockey: শাহরুখ সুপারস্টার না হলে হকি খেলতেন দেশের জার্সিতে! কিং খানকে কুর্নিশ হকি তারকাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement