Shahrukh Khan hockey: শাহরুখ সুপারস্টার না হলে হকি খেলতেন দেশের জার্সিতে! কিং খানকে কুর্নিশ হকি তারকাদের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
শাহরুখ খানের একটা গোপন সিক্রেট অনেকেই জানেন না। স্কুলের ক্লাস টেন থেকেই দুর্দান্ত হকি খেলতেন তিনি
দিল্লি: শাহরুখ খান যখন দিল্লিতে থাকতেন এবং কলেজে পড়তেন তখন থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। নাটকের অভিনয় থেকে শুরু করে সিনেমা জগতে প্রবেশ কিভাবে হয়েছিল সেটা সকলেই জানেন। কিন্তু শাহরুখ খানের একটা গোপন সিক্রেট অনেকেই জানেন না। স্কুলের ক্লাস টেন থেকেই দুর্দান্ত হকি খেলতেন তিনি। শাহরুখের হকি এতটাই পেশাদার ছিল যে চালিয়ে গেলে ভবিষ্যতে ভারতের জার্সিতেও খেলার যোগ্যতা রাখতেন।
ফুটবলটাও মন্দ খেলতেন না। কিন্তু হকিতে শাহরুখ মাষ্টার ছিলেন। হাতে হকি স্টিক পড়লেই বিপক্ষ ডিফেন্স ভেঙে ড্রিবল করে এগিয়ে যেতে ভালোবাসতেন শাহরুখ। একবার কলেজে হকি টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। একটি পুরনো ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ২০১৮ হকি বিশ্বকাপের আগে ভারতীয় দলের খেলোয়াড়রা শাহরুখকে বার্তা দিচ্ছেন। মনপ্রীত, মন্দিপ, সুনীল, হরমন, শ্রীজেশ শাহরুখ খানকে বলছেন আপনি আমাদের খেলা দেখতে আসবেন তো?
advertisement
@iamsrk Sir aap to hockey khel chuke ho. Main aur poori Indian team to ye jaanti hi hai that your #HeartBeatsForHockey. Kya aap #HWC2018 ka hissa banoge? Kya aap hamein support karne maidan mein uttroge? Pls duniya ko bhi ye bata do ki aapka dil ab bhi hockey ke liye dhadakta hai pic.twitter.com/dj306ZbMnB
— Manpreet Singh (@manpreetpawar07) October 9, 2018
advertisement
advertisement
শুনেছি আপনি কলেজ জীবনে প্রচুর হকি খেলেছেন। জবাবে শাহরুখ তাদের জানিয়েছিলেন হকি ভারতের গর্ব এবং পরিচয়। তিনি ক্রিকেটের থেকেও হকিকে বেশি পছন্দ করেন। তিনি চান তার ছোট ছেলে আব্রাম ভবিষ্যতে কোন পেশাদারী খেলা খেললে যেন হকিকে বেছে নেয়। কিং খান হকি খেলোয়াড়দের বলেন তিনি অবশ্যই বিশ্বকাপে তাদের খেলা দেখবেন এবং ভারতের জন্য গলা ফাটাবেন। কারণ হকি তার রক্তে আছে।
advertisement
ভিডিও চার বছর আগের হলেও শাহরুখের ভালবাসা হকির প্রতি আজও সেই একই রকম রয়ে গিয়েছে। সুযোগ পেলেই বসে পড়েন টিভির সামনে। ভারত হকি খেললে সাধারণত মিস করেন না শাহরুখ। চাক দে ইন্ডিয়া সিনেমার কোচের ভূমিকায় তার অসাধারণ অভিনয় কে ভুলতে পারে? শাহরুখ জানিয়েছেন তিনি শুধু ডায়লগ মনে করেছিলেন। হকির সঙ্গে তিনি এতটাই জড়িত যে আবেগ তাকে তৈরি করতে হয়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 2:35 PM IST