Shahin Afridi: ভদ্রলোকের খেলায় এসব কী? বাংলাদেশের ব্যাটারকে বল ছুঁড়ে মারলেন শাহিন আফ্রিদি

Last Updated:

Shaheen Shah Afridi Controversy: বল ছুঁড়ে মেরে আবার বাংলাদেশের ব্যাটারের দিকে এগিয়ে গেলেন আফ্রিদি।

#ঢাকা: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের টপ অর্ডার ভেঙে পড়েছিল তাঁর দাপটে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানদের তাঁর বোলিংয়ের সামনে অসহায় দেখিয়েছিল। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের শাহিন আফ্রিদি ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন। কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখার ক্ষেত্রে শাহিন আফ্রিদি একেবারে শূন্য পেলেন।
পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে গিয়েছে। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে (BAN vs PAK 2nd T20I) পাকিস্তান বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ জিতেছে। ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে পেসার শাহিন শাহ আফ্রিদি ১৫ রানে ২ উইকেট নিয়েছেন। তবে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখতে পারেননি। শাহিনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। শাহিনের ব্যবহার লজ্জাজনক বলে বর্ণনা করেছেন অনেকে।
advertisement
আরও পড়ুন- স্পেশাল ব্রাঞ্চের তল্লাশি ইডেনে, মাছি গলার সুযোগ নেই ক্রিকেটের নন্দন-কাননে
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে (BAN vs PAK 2nd T20I) পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানকে প্যাভিলিয়নে পাঠান। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসা শাহিনের দ্বিতীয় বলে দুর্দান্ত ছক্কা হাঁকান আফিফ হোসেন। পরের বলটি আফিফ ডিফেন্স করেন। ফলে সেটি শাহীনের হাতে চলে যায়। শাহিন বল তুলে সোজা অফিফের দিকে ছুঁড়ে মারেন।
advertisement
advertisement
শাহিন বল দিয়ে আঘাত করার পরই ব্যথায় কাতরাতে থাকেন আফিফ। তবে বল লেগে যাওয়ার পরই হাত তোলেন শাহিন। আফিফ মাটিতে লুটিয়ে পড়েন এবং ব্যাট ফেলে দেন। আফিফকে যন্ত্রণায় কাতরাতে দেখে শাহিন তাঁর কাছে যান। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান বাংলাদেশকে (BAN vs PAK) হারিয়েছে। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান করে।
advertisement
পাকিস্তান ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ফখর জামান ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তিনি ৫১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Shahin Afridi: ভদ্রলোকের খেলায় এসব কী? বাংলাদেশের ব্যাটারকে বল ছুঁড়ে মারলেন শাহিন আফ্রিদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement