মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে

Last Updated:

Shaheen Afridi toe crushing Yorker sends Afghanistan batsman injured in hospital. মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে

এই সেই মুহূর্ত, শাহিনের বলে বেরিয়ে যাচ্ছেন আফগান ব্যাটসম্যান
এই সেই মুহূর্ত, শাহিনের বলে বেরিয়ে যাচ্ছেন আফগান ব্যাটসম্যান
#মেলবর্ন: একটা সময় দীর্ঘদিন পায়ের চোটের কারণে বাইরে থাকতে হয়েছিল তাঁকে। লন্ডনে রিহ্যাব করেছিলেন সকলের চোখের আড়ালে। অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো ফিরতে পারবেন না শাহিন আফ্রিদি। কারণ এশিয়া কাপের সময় দেখা গিয়েছিল পায়ে বড় ব্যান্ডেজ করা তার। কিন্তু মনের জোরকে সম্বল করে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি, পাকিস্তান বোর্ডের সাহায্যে ছাড়াই।
পরে অবশ্য তাকে আলাদা ফিজিও দিয়ে সাহায্য করেছিল পাকিস্তান বোর্ড। সেটারই দাম দিলেন শাহিন। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। পর পর দু’ওভারে দু’টি উইকেট তুলে নেন শাহিন। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ় এবং হজ়রতুল্লাহ জ়াজ়াইকে ফিরিয়ে দেন তিনি।
advertisement
advertisement
তবে গুরবাজ় আউট হওয়ার সময়েই সমস্যা দেখা দেয়। শাহিনের ইয়র্কার সজোরে আছড়ে পড়ে গুরবাজ়ের বাঁ পায়ে। আম্পায়ার তাঁকে আউট দিলেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ পা চেপে ধরে তিনি মাঠেই বসে পড়েন। চিকিৎসকরা ছুটে আসেন গুরবাজ়‌ের আঘাত পরীক্ষা করতে।
advertisement
তিনি হাঁটতেই পারছিলেন না। সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। হাসপাতালে স্ক্যান করার জন্যে নিয়ে যাওয়া হয়েছে গুরবাজ়কে। এই ওপেনারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না আফগানিস্তান। তিনি ছিটকে গেলে তা আফগানদের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চোট পাওয়ার পর ফিল্ডিং করতে নামতে পারেননি গুরবাজ়‌।
ব্যাট করতে নেমে শাহিন এবং হ্যারিস রউফের দাপটে এক সময় বিপদে পড়ে যায় আফগানিস্তান। তবে মহম্মদ নবির অপরাজিত ৫১ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ১৫৪-৬ তোলে তারা। পাকিস্তানের রান বিনা উইকেটে ১৯, এমন সময় বৃষ্টির জন্যে খেলা বন্ধ হয়। তবে যাই হোক, শাহিন আফ্রিদির এমন আগুনে পারফরমেন্স বাকি দলগুলোকে বার্তা দিয়ে রাখল।
advertisement
বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে শাহিন নিজের চেনা আগুন নিয়ে ফিরতে চলেছেন এদিনের পারফরমেন্সে সেটা একপ্রকার পরিষ্কার। ৬ ফুট চার ইঞ্চির পেসার নিজের সেরা ছন্দে বল করলে, রোহিত, রাহুলদের কাজটা আরো শক্ত হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেজাজে শাহিন আফ্রিদি, আগুনে গতির বলে আফগান ব্যাটসম্যানকে পাঠালেন হাসপাতালে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement