India vs Pakistan ODI World Cup 2023: ভয়ে কাঁপবে টিম ইন্ডিয়া? বিশ্বকাপের আগে যা ঘটালেন শাহিন আফ্রিদি, দেখুন পাক পেসারের ভিডিও

Last Updated:

India vs Pakistan ODI World Cup 2023: ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। বিশ্বকাপের আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি যা করে দেখালেন তা ভারতীয় দলে ভয় ধরানোর জন্য যথেষ্ট। পাক পেসারকে নিয়ে চিন্তাও বাড়তে পারে টিম ইন্ডিয়ার।

কলকাতা: ঘোষিত হয়ে গিয়েছে একদিনের বিশ্বকাপের সূচি। ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মহারণ। যেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনা-উত্তেজনার পারদ। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা মেগা ফাইটের জন্য প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে বিশ্বকাপের আগে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি যা করে দেখালেন তা ভারতীয় দলে ভয় ধরানোর জন্য যথেষ্ট। পাক পেসারকে নিয়ে চিন্তাও বাড়তে পারে টিম ইন্ডিয়ার।
টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন শাহিন আফ্রিদি। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে এই নজির গড়েছেন পাক পেসার। তার আগুনে বোলিংয়ে সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করেন প্রতিপক্ষ বার্মিংহ্যাম বেয়ার্সের টপ অর্ডার। এর আগে লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোনও টি-২০ ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার নজির এই প্রথম।
advertisement
advertisement
ম্যচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রান করে নটিংহ্যামশায়ার। বল করতে এসে প্রথম বলে ওয়াইডে ৫ রান দেন শাহিন আফ্রিদি। এরপর শাহিন আফ্রিিদর প্রথম শিকার হন অ্যালেক্স ডেভিস। পাক পেসারের নিখুঁ ইয়র্কারে এলবিডব্লু হন তিনি। দ্বিতীয় বলেই বোল্ড করেন ক্রিস বেঞ্জামিনকে। শাহিনের ওভারের পঞ্চম বলে ড্যান মাউসলির অনবদ্য ক্যাচ ধরেন ওলি স্টোন। ওভারের শেষ বলে আফ্রিদি বোল্ড করেন এড বার্নার্ডকে। যদিও শাহিন প্রথম ওভারে ৪ উইকেট নিলেও ম্যাচ জিতেতে পারেনি তাঁর দল। বার্মিংহ্যাম ১৯.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়।
advertisement
তবে শাহিন আফ্রিদি প্রথন ওভারে যে আগুনে বোলিংটা করেছে তার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্পূর্ণ ফিট হয়ে আগের ছন্দ ফিরে পেয়েছেন পাক পেসার। এর আগে ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলিকে আউট করেছিলেন শাহিন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। যদিও তারপর একাধিক সাক্ষাতে শাহিনকে জবাব দিয়েছে ভারতীয় ব্যাটাররা। তবে সেই সময় শাহিন পুরোপুরি ফিট ছিল না বলেও শোনা যায়। তবে এবার বিশ্বকাপে যে পাক পেসারের সঙ্গে ভারতীয় ব্যাটারদের তুল্যমূল্য লড়াই হবে তা বলাই যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan ODI World Cup 2023: ভয়ে কাঁপবে টিম ইন্ডিয়া? বিশ্বকাপের আগে যা ঘটালেন শাহিন আফ্রিদি, দেখুন পাক পেসারের ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement