ODI World Cup 2023: এবারের বিশ্বকাপে কোন ৫টি ম্যাচ সবথেকে 'সেরা'! এখনই জানিয়ে দিল আইসিসি, তালিকায় মহাচমক

Last Updated:

ODI World Cup 2023: বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার আইসিসি প্রকাশ করল ওডআই বিশ্বকাপের গ্রুপ পর্বে সেরা পাঁচটি ম্যাচের তালিকা। যেই ম্যাচগুলিকে ঘিকে দর্শকদের মধ্যে উৎসাহ সবথেকে বেশি। তেমনই একটি সম্ভাব্য তালিকা ঘোষণা করল আইসিসি।

কলকাতা: ঘোষিত হয়ে গিয়েছে আইসিসি একদিনের বিশ্বকাপ ২০২৩-এর সূচি। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের ‘বিশ্বযুদ্ধ’। সূচি প্রকাশের পর থেকেই ভারতের মাটিতে আয়োজিত হতে চলা মেগা ইভেন্ট ঘিরে বাড়ছে উন্মাদনা। এবার আইসিসি প্রকাশ করল ওডআই বিশ্বকাপের গ্রুপ পর্বে সেরা পাঁচটি ম্যাচের তালিকা। যেই ম্যাচগুলিকে ঘিকে দর্শকদের মধ্যে উৎসাহ সবথেকে বেশি। তেমনই একটি সম্ভাব্য তালিকা ঘোষণা করল আইসিসি। সেই তালিকায় ভারতের দুটি ম্যাচের পাশাপাশি রয়েছে বাংলাদেশের একটি ম্যাচও।
তালিকায় প্রথম স্থানে কোন ম্যাচ থাকতে পারে তা একপ্রকার সকলেরই জানা। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলা ভারত বনাম পাকিস্তানের মহারণ। যেই ম্যাচ ঘিরে পারদ এখম থেকেই চড়তে শুরু করেছে।আইসিসির সেরা ৫ ম্যাচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ। ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের ফাইনালিস্ট দুই দেশ। স্বভাবতই এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।
advertisement
তৃতীয় গুরুত্ব ম্যাচের স্থানে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। যা চেন্নাইতে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের জয় দেখার জন্য মুখিয়ে ১৪০ কোটির দেশ। তালিকা চতুর্থ স্থানে আইসিসি রেখেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। যেই ম্যাচটি হবে ১৩ অক্টোবর। দক্ষিণ আফ্রিকা আরও একবার নিজেদের প্রথম বিশ্বজয়ের লক্ষ্যে ঝাঁপাবে। আর অস্ট্রেলিয়া চাইবে ষষ্ঠ বিশ্বজয়ের অভিযানে আরও এক ধাপ এগোতে।
advertisement
advertisement
আর শেষ একাবের পঞ্চম স্থানে চমক। কারণ আইসিসি পঞ্চম স্থানে রেখেছে বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বৈরথকে। প্রতিযোগিতায় দুই দল আন্ডারডগ হলেও চমক দেওয়ার ক্ষমতা রয়েছে দুই দলেরই। অক্টোবর ধরমশালাতে হবে এই ম্যাচ। তবে এই পাঁচটি ম্যাচ আইসিসি প্রাথমিকভাবে বাছাই করলেও বিশ্বকাপে আরও একাধিক ম্যাচ রয়েছে যেগুলি হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা প্রবল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: এবারের বিশ্বকাপে কোন ৫টি ম্যাচ সবথেকে 'সেরা'! এখনই জানিয়ে দিল আইসিসি, তালিকায় মহাচমক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement