মুম্বই: শাহরুখ খানের নতুন ফ্যান। তাও আবার একেবারে ছোট্ট। পাঠানের গানের তালে তালে নাচছে সেই খুদে ফ্যান। 'ঝুমে জো পাঠান' গানে 'পাঠান'-এর সঙ্গে নেচেছেন সারা দেশের বহু মানুষ। ছেলে-বুড়ো সবাই ঝুমে জো পাঠান গানে নেচেছেন।
ভারতীয় দলের তারকা ক্রিকেটার ইরফান পাঠানের ছোট্ট ছেলে এবার পাঠানের গানে নাচল। সেই নাচ দেখে শাহরুখ খান নিজেও অবাক হয়ে গেলেন। বেশরম রং আর ঝুমে জো পাঠান- পাঠান সিনেমার দুটি গানই হিট। আর এই দুটি গানে সারা দেশে বহু মানুষ নাচের ভিডিও করেছেন।
আরও পড়ুন- ইচ্ছে করে গিয়ে স্টয়নিসকে ধাক্কা! বিরাট কোহলি তার পর যা করলেন দেখল সবাই
ছেলের ভিডিও শেয়ার করে ইরফান পাঠান লিখেছেন- “খানসাব, আপনার ভক্তদের তালিকায় আরও একজনের নাম যোগ করে নিন।” কিং খান মজা করে উত্তরে লিখেছেন, ‘ও তো তোমার থেকেও বেশি প্রতিভাবান….ছোট পাঠান’।
Yeh tumse zyaada talented nikla….chota Pathaan https://t.co/gK0rumQC5a
— Shah Rukh Khan (@iamsrk) March 22, 2023
বক্স অফিসে সুপার হিট হয়েছে পাঠান। ১০০০ কোটির ব্যবসা করেছে। শাহরুখ খানের দুরন্ত কামব্যাক। পাঠান-এর গানের সঙ্গে যে বা যারা ভিডিও পোস্ট করেছেন, সব হিট। ইরফান পাঠানের ছোট্ট ছেলের ভিডিও দারুন হিট।
আরও পড়ুন- বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সিতে আবার নামছেন মেসি! সময় এবং তারিখ জানেন তো?
ইরফান পাঠানের ছোট ছেলের নাম সুলেমান পাঠান। ইরফান ও তাঁর স্ত্রী সাফা বেগের বড় ছেলের নাম ইমরান খান পাঠান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Irfan Pathan, Shahrukh Khan