ইচ্ছে করে গিয়ে স্টয়নিসকে ধাক্কা! বিরাট কোহলি তার পর যা করলেন, অবাক হয়ে দেখল সবাই

Last Updated:
মার্কাস স্টয়নিসকে ধাক্কা মেরে সরালেন কোহলি
মার্কাস স্টয়নিসকে ধাক্কা মেরে সরালেন কোহলি
চেন্নাই: দীর্ঘ চার বছর পর দেশের মাটিতে একদিনের সিরিজ হেরে গিয়েছে ভারত। শেষবার ২০১৯ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঘটেছিল এমন ঘটনা। এবারও তার পরিবর্তন হল না। ক্যাঙ্গারু ব্রিগেডকে ৩-০ উড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখা ভারত নিজেরাই হেরে গেল সিরিজ। চারিদিকে সমালোচনা। তবে এর মধ্যেই একটি ভিডিও হু হু করে মানুষের নজরে পড়েছে।
ভাইরাল হতেও সময় নেয়নি বেশি। ভিডিওর কেন্দ্রে অবশ্যই বিরাট কোহলি। ভারতের রান তাড়া করার সময়ে ২১তম ওভারের সময় এটি ঘটেছিল। কেএল রাহুলকে একটি ডট বল করার পর স্টইনিস তাঁর জায়গায় ফিরে আসছিলেন পরের বল করার জন্য। কোহলি তখন নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন। তিনি আকস্মিক ভাবে স্টইনিসের দিকে এগিয়ে গিয়ে ইচ্ছাকৃত ভাবে তাঁকে ধাক্কা মারেন।
advertisement
advertisement
কোহলি কী এটা করেছেন মজার ছলে। স্টইনিসও বুঝতে পেরেছিলেন কোহলির উদ্দেশ্য। তিনি হাঁটতে হাঁটতে মৃদু হাসতে থাকেন। কোহলি-স্টইনিসের এই  ইচ্ছাকৃত সংঘর্ষের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে। তৃতীয় ওডিআই-এ ভারতকে ২১ রানে হারিয়ে অজিরা ২-১ সিরিজ পকেটে পুরে ফেলে। এবং আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারতকে দুইয়ে নামিয়ে, নিজেরা শীর্ষে উঠে আসে।
advertisement
চার উইকেট নিয়ে ভারতকে একাই শেষ করে দেন লেগ স্পিনার আদ্যাম জাম্পা। তবে স্টয়নিসকে ধাক্কা মারাটা বিরাটের মজা হলেও এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে একাধিকবার ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। মিচেল জনসন বনাম বিরাট কোহলির লড়াই টেস্ট ক্রিকেটে ভোলা সম্ভব নয়। বিরাটকে বল ছুঁড়ে গায়ে মেরেছিলেন জনসন। পাল্টা তাকে বাউন্ডারি মেরে ফ্লাইং কিস দিয়েছিলেন কোহলি। সুতরাং বিরাট বনাম অস্ট্রেলিয়া লড়াইটা নতুন নয়। এটা তো শুধু একটা মজা।
বাংলা খবর/ খবর/খেলা/
ইচ্ছে করে গিয়ে স্টয়নিসকে ধাক্কা! বিরাট কোহলি তার পর যা করলেন, অবাক হয়ে দেখল সবাই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement