বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে আবার নামছেন মেসি! সময় এবং তারিখ জানেন তো?

Last Updated:
আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রত্যাবর্তন ম্যাচ
আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রত্যাবর্তন ম্যাচ
বুয়েনস আইরিস: কাতারের মাটিতে ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সের বিরুদ্ধে সেই ম্যাচে এক নাটকীয় ফাইনাল দেখেছিল ফুটবল বিশ্ব। লিওনেল মেসি নামক জাদুকরের নিজেকে উজাড় করে দেওয়ার সাক্ষী ছিলেন সকলে। ৩৬ বছরের অপেক্ষা সফল হয়েছিল অবশেষে। তারপর থেকে পিএসজি ক্লাবের জার্সিতে অনেক ম্যাচ খেলেছেন মেসি।
কিন্তু আর্জেন্টিনার জার্সিতে আর খেলা হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতীয় সময় শুক্রবার সকাল পাঁচটায় মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। রাজধানী বুয়েনস আইরিসের মনুমেন্টাল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পানামা। ফ্রেন্ডলি ম্যাচ। তাতে কী? টিকিট চান ১৫ লক্ষ দর্শক।
আরও পড়ুন - Virat: 'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'! বিতর্কিত মন্তব্য করে ফের নজরে শোয়েব
এক লক্ষ সাংবাদিকের আবেদন জমা পড়েছে। স্টেডিয়ামে মোট ৮০ হাজার মানুষের বসার ব্যবস্থা আছে। এর মধ্যে সব টিকিট শেষ। মাঠের বাইরে বড় একটা অংশ তৈরি করে সেখানে বিরাট স্ক্রিন লাগানো হচ্ছে। সবাই আবার নীল সাদা জার্সিতে মেসিকে দেখতে মুখিয়ে আছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কানি জানিয়ে দিয়েছেন এই ভালোবাসা মেসির প্রাপ্য।
advertisement
advertisement
আর্জেন্টিনা দলের সকলের প্রাপ্য। তিনি গর্বিত এই দলের ম্যানেজার হতে পেরে। স্কালোনি মেসিকে বুঝিয়েছেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। তিনি চাইলেই অবসর নিতে পারেন তার ইচ্ছে মতো। কিন্তু ২০২৬ আমেরিকা বিশ্বকাপে তার দলে মেসির জায়গা খোলা থাকবে।
advertisement
মেসি নিজেকে তৈরি রাখতে পারলে তিনি তিন বছর পরেও খেলতে পারেন। এদিকে একদিন আগেই আর্জেন্টিনার একটি রেস্তোরাঁয় পরিবার নিয়ে খেতে ঢুকেছিলেন মেসি। সেখানে প্রায় দুই হাজার মানুষ তাকে ঘিরে ধরেন। হাসিমুখে সেই অত্যাচার সহ্য করেন মহা তারকা। প্রত্যেকে তাকে পরের বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। এদিকে দেশের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার নামছেন বৃহস্পতিবার রাতে ইউরো কাপের যোগ্যতা অর্জন ম্যাচে। পর্তুগালের প্রতিপক্ষ লিচেনস্টাইন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার জার্সিতে আবার নামছেন মেসি! সময় এবং তারিখ জানেন তো?
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement