Virat: 'কোহলিকে হুইলচেয়ারে বসিয়ে খেলাবে ভারত'! বিতর্কিত মন্তব্য করে ফের নজরে শোয়েব
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দোহা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন কাজের থেকে বেশি অকাজ করেন তিনি। ইউটিউব চ্যানেল চালিয়ে তা হিট করানোর জন্য শোয়েব আখতার এমন মন্তব্য করে বসেন যার কোনও মানে হয় না। ফের কোহলি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন শোয়েব। কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির অর্জনে সচিন টেন্ডুলকারের চেয়ে খুব বেশি দূরে নেই।
৭৫ সেঞ্চুরি করে টেন্ডুলকারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শুধু তিনিই। আর ২৫টি সেঞ্চুরি পেতে কোহলিকে আর কত দিন খেলতে হবে? উত্তরটা বলে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। অদ্ভুত সব মন্তব্য করে নেট দুনিয়ায় তোলপাড় ফেলতে ‘ওস্তাদ’ শোয়েব আখতার। তিনিও খুব করেই চান, কোহলি আরও অন্তত ১০ বছর খেলা চালিয়ে যান, আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করুন।
advertisement
আরও পড়ুন - Rohit Sharma: ভারত হারছে মাঠে, শালার বিয়েতে নাচছেন রোহিত! ধুয়ে দিলেন সুনীল গাভাসকার
ভারতকে একটা খোঁচাও মেরে দিয়েছেন শোয়েব। কোহলিকে নিয়ে তাঁর অভিমত, আমি কোহলির কাছে চাইব, সে যেন ৪৩ বছর বয়স পর্যন্ত খেলাটা চালিয়ে যায়। আমি মনে করি, সে যখন অবসরে যাবে, তত দিনে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ১০০ সেঞ্চুরি হয়ে যাবে। পরের মন্তব্যেই দিয়েছেন খোঁচা, তোমার হাতে আরও ৮–৯ বছর আছে। ভারত তোমাকে দরকার হলে হুইলচেয়ারে বসিয়েও খেলাবে।
advertisement
advertisement
Shoaib Akhtar on Virat Kohli “ i believe Virat Kohli will score 110 hundred in International Cricket. Sachin is No.1 in my list but in this Era Virat is best no one near him after 10 years may be Babar Azam comes on Top”#ViratKohli #BabarAzam𓃵 #CricketTwitter
— Waleed Rauf (@WaleedRauf20) March 16, 2023
advertisement
ভারতই তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করিয়ে দেবে। কাতারের দোহায় লিজেন্ডস ক্রিকেট লিগে খেলতে এসে এ কথা বলেছেন শোয়েব। দীর্ঘ খরার পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন কোহলি। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন ১৮৬ রানের ইনিংস।
পাকিস্তানের ফাস্ট বোলার কোহলিকেও হালকা খোঁচা দিতে ছাড়েননি। তিনি মনে করেন, ভারতীয় তারকা যদি তাঁদের সময়ে খেলতেন, তাহলে এত সেঞ্চুরি করতে পারতেন না, আমার, ওয়াকার আর ওয়াসিম ভাইয়ের ফর্ম তুঙ্গে থাকা অবস্থায় যদি কোহলি খেলত, তাহলে এত সেঞ্চুরি সে করতে পারত না। আমরা তিনজনই পাঞ্জাবি ভাষায় প্রচুর স্লেজিং করতাম মাঠে। আমার মনে হয়, সেই স্লেজিংয়ে কোহলি মাথা গরম করে ফেলত।
advertisement
আমরা মাঠে কোহলিকে হয়তো প্রচুর জ্বালাতাম। তবে শোয়েব মনে করেন কোহলি গ্রেট ক্রিকেটার। তাই এতদিন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে টিকে আছেন। তার ফিটনেস সকলের কাছে অনুপ্রেরণা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 12:08 PM IST