Sergio Aguero Argentina: মাঠে না নামলেও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গেই থাকবেন সার্জিও আগুয়েরো
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sergio Aguero will be with Argentina World Cup squad in Qatar. মাঠে না নামলেও মেসিদের সঙ্গেই কাতার বিশ্বকাপে যাবেন আগুয়েরো
#বুয়েনোস আয়ার্স: সদ্য অবসর নেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো জানালেন তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সহকারি সদস্যদের মধ্যে থাকবেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লাউদিও টাপিয়ার সাথে বৈঠকের পর একথা জানালেন তিনি। হূদযন্ত্রের সমস্যার জন্য ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার এই বছরই খেলা থেকে অবসর নিয়েছেন। অবসরের আগে তিনি বার্সেলোনার হয়ে খেলেছেন।
তার ১৮ বছরের কেরিয়ারে ৪০০ এর থেকেও বেশি গোল আছে।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আগুয়েরোর বাকি সব পরিকল্পনা আগামী সপ্তাহের মধ্যেই পাকাপাকি হয়ে যাবে এবং তিনি হয়তো ১লা এপ্রিল বিশ্বকাপের ড্র পর্বে উপস্থিত থাকবেন। টাপিয়ার সঙ্গে একপক্ষ আলোচনা হলেও তার দায়িত্ব এখনও নিশ্চিত হয়নি। আগুয়েরো বললেন, এখনও আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্বকাপে দলের হয়ে আমার ভূমিকা কেমন হবে।
advertisement
advertisement
চিকির(ক্লাউদিও টাপিয়া) সাথে বেশ ভালই আলোচনা হয়েছে এবং এখন আমি দলের প্লেয়ারদের মধ্যে সময় কাটাতে চাই। আগুয়েরো তার সেরা ফর্মে থাকাকালিন দুর্ভাগ্যজনকভাবে খেলা ছেড়ে দিতে বাধ্য হন। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ক্যারিয়ার শেষ করে তিনি সদ্য বার্সেলোনায় এসেছিলেন, সমর্থকদের মন জয় করে তিনি এল ক্লাসিকোতে গোল করেছিলেন। তবে কেউই তখন জানত না সেটি তার ফুটবল ক্যারিয়ারের শেষ হতে চলেছে।
advertisement
হঠাৎ ম্যাচের মাঝখানে বুকে যন্ত্রণা হলে পরে পরীক্ষা করে দেখা যায় তার হৃদযন্ত্রে দুর্বলতা রয়েছে। মাঠ থেকে বিদায় জানাতে হয় তাকে গোটা বিশ্বের সমর্থকদের। মাঠ ছেড়ে দিলেও তিনি ছাড়তে পারেননি ফুটবলকে, ছাড়তে পারেননি আর্জেন্টিনাকে। আবার ড্রেসিংরুমে ফিরে আসতে চান, হয়ত দলের একজন সহকারী সদস্য হয়েও।
লিওনেল মেসি, পরেদেস, ডি মারিয়াদের উদ্বুদ্ধ করতে চান ডাগ আউট থেকে। ইতিমধ্যে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়েছে স্কালোনির দল। আগুয়েরো মনে করেন নিজের অভিজ্ঞতা দিয়ে আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের মোটিভেট করতে পারবেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 5:01 PM IST