হোম /খবর /খেলা /
'পাকিস্তানে এসে জেতার দম নেই, নিরাপত্তার বাহানা দিচ্ছে ভারত!' বিস্ফোরক ইমরান

'পাকিস্তানে এসে জেতার দম নেই, তাই নিরাপত্তার বাহানা দিচ্ছে ভারত!' বিস্ফোরক পাক ওপেনার

এশিয়া কাপ নিয়ে ভারত পাক দ্বন্দ্ব লেগেই আছে

এশিয়া কাপ নিয়ে ভারত পাক দ্বন্দ্ব লেগেই আছে

  • Share this:

লাহোর: এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যাবে না সেটা দিনের আলোর মতোই পরিষ্কার। প্রথম থেকে বিসিসিআই জানিয়ে এসেছে তাদের সিদ্ধান্ত এই ব্যাপারে বদলাবে না। পাকিস্তানে ভারতীয় দল খেলতে গেলে নিরাপত্তার চিন্তা রয়েছে। তাছাড়া ভারত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হবে না। দুদিন আগেই পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে জানিয়েছিলেন তিনি যেন দয়া করে পাকিস্তানে আসার ছাড়পত্র দেন টিম ইন্ডিয়াকে।

দেখার মত সংবর্ধনা দেওয়া হবে ভারতকে। নিরাপত্তার কোনও ফাঁক রাখা হবে না। পাকিস্তান তাদের সেরা নিরাপত্তা ব্যবস্থা রাখবে। তাতে অবশ্য ভারতের মত বদল হয়নি। এখনও পর্যন্ত যা খবর তাতে পাকিস্তান এশিয়া কাপের বাকি ম্যাচ নিজেদের দেশেই হয়তো খেলতে চলেছে। তবে ভারতের সঙ্গে নিউট্রাল ভেনুতে খেলতে হবে।

আরও পড়ুন - Virat: কেন ১৮ নম্বর জার্সি পড়েন বিরাট কোহলি? কারণ জানলে চোখের জল চাপতে পারবেন না

পাকিস্তানের চেয়ারম্যান নাজাম শেঠিও বলেছিলেন এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে, একদিনের বিশ্বকাপ খেলতে তারাও আসবেন না ভারতে। এবার পাকিস্তানের প্রাক্তন ওপেনার ইমরান নজির একটি সাক্ষাৎকারে বলেন নিরাপত্তা শুধু একটা বাহানা। ভারত ইচ্ছে করে আসবে না পাকিস্তানে খেলতে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দল তারকা ক্রিকেটারদের নিয়ে এদেশে খেলে গিয়েছে কয়েক মাস আগে।

তাহলে ভারতের সমস্যা কোথায়? আমাদের ক্রিকেট বোর্ড যখন কথা দিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে তখন ভারতের না আসাটা পাকিস্তানকে অপমান করা। ভারতীয় ক্রিকেটারদের প্রচুর ভক্ত আছে পাকিস্তানে। বিরাট, রোহিত, সিরাজ, রাহুলদের অনেক ফ্যান। তারা একবার ভারতকে পাকিস্তানের মাটিতে খেলতে দেখতে চায়।

এসব পয়সার গরম ভারতীয় বোর্ডের। উল্লেখ্য ভারত এবং পাকিস্তান শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১৩ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারতে এসেছিল ২০১৬ সালে। তারপর থেকে বিশ্বকাপ এবং এশিয়া কাপ ছাড়া দেখা হয়নি দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের।

তবে এই ব্যাপারে পাকিস্তান বোর্ডকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন ওয়াসিম আক্রম থেকে শুরু করে শোয়েব আখতার এবং অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা। আইসিসিতে ভারতের জোর পাকিস্তানের তুলনায় অনেক বেশি মনে করিয়ে দিয়েছেন তারা। তাই ভারতে খেলতে না গেলে প্রভাব খাটিয়ে বিসিসিআই পাকিস্তানে বিদেশি দলের যাওয়া কমিয়ে দিতে পারে এমন সম্ভাবনা আছে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Asia Cup, IND vs PAK