Virat: কেন ১৮ নম্বর জার্সি পড়েন বিরাট কোহলি? কারণ জানলে চোখের জল চাপতে পারবেন না

Last Updated:
কোহলির ১৮ নম্বর জার্সির ইতিহাস জানেন?
কোহলির ১৮ নম্বর জার্সির ইতিহাস জানেন?
মুম্বই: বিরাট কোহলি যখন মাত্র ১৭ বছরের যুবক তখন তিনি হারিয়েছিলেন তার বাবাকে। দিনটা ভোলেননি কিং কোহলি। তারিখটা স্পষ্ট মনে আছে আজও। ১৮ ডিসেম্বর ২০০৬। রঞ্জি ট্রফি খেলার সময় বিরাট কোহলির বাবা প্রেম কোহলি মারা যান। ২০০৬ সালে ক্যারিয়ারের প্রথম অংশ নেন রঞ্জি টুর্নামেন্টে। কর্নাটকের বিপক্ষে সেই ম্যাচের প্রথম দিনে ৪০ রান নিয়ে অপরাজিত ছিলেন কোহলি।
বাবাকে হারানো কোহলি শোকের মধ্যেই পরের দিন সকালে ফের ব্যাট করতে গিয়েছিলেন এবং চাপে থাকা দলকে ৯০ রানের ইনিংস খেলে উদ্ধারও করেন। এক সাক্ষাৎকারে কোহলি, আমার হাতের ওপরেই মারা যান বাবা। ভোর তখন তিনটে। বাবাকে কোনো চিকিৎসা দিতে পারিনি। প্রতিবেশীদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করেছিলাম। যাদের ডাক্তার বলে চিনতাম, তাদের ফোন করেছিলাম।
advertisement
advertisement
কিন্তু এত রাত হয়ে গিয়েছিল যে, কেউই সাড়া দেননি। যখন অ্যাম্বুলেন্স ও অন্যান্য ব্যবস্থা করা গেল, ততক্ষণে সব শেষ। ছেলের তারকাখ্যাতি হওয়ার আগেই না ফেরার দেশে চলে যান প্রেম কোহলি। বাবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের সর্বোচ্চ দিয়ে ক্রিকেট খেলে যাওয়া কোহলি এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।
advertisement
বাবার মৃত্যুর তারিখকে স্মরণীয় করে রাখতে ১৮ নম্বর জার্সি তুলে নেন বিরাট। সেটা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের সময় থেকেই। যখন সিনিয়র দলে এলেন তখনও ১৮ নম্বর জার্সি কেউ পড়তেন না। ফলে কোনও সমস্যা হয়নি এই জার্সি পেতে। আজও এই জার্সিতেই বিশ্বজয় করার স্বপ্ন দেখেন কোহলি। ২০১১ সালে ভারতের সিনিয়র বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এ বছর আবার দেশের মাটিতে বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে মরিয়া হবেন কিং কোহলি।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat: কেন ১৮ নম্বর জার্সি পড়েন বিরাট কোহলি? কারণ জানলে চোখের জল চাপতে পারবেন না
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement