SC East Bengal vs Chennaiyin FC : আজ চেন্নাই এক্সপ্রেস থামিয়ে সম্মানের ম্যাচে তিন পয়েন্ট টার্গেট ইস্টবেঙ্গলের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
SC East Bengal looking to gain some pride back against Chennaiyin FC. চেন্নাইয়ের বিরুদ্ধে আজ নিজেদের সম্মান রক্ষার জন্যই জিততে মরিয়া ইস্টবেঙ্গল
#গোয়া: আপাতত ইস্টবেঙ্গল সমর্থকদেরও আর প্রিয় দলের খেলা নিয়ে আগ্রহ নেই। কোনমতে আইএসএল শেষ হতে পারলে তারা স্বস্তির নিশ্বাস নিতে পারে। নতুন করে আর কিছু পাওয়ার নেই। লিগ টেবিলের সর্বশেষ স্থান থেকে কয়েক ধাপ উঠতে পারলেই আংশিক সম্মানরক্ষা। আর তার জন্য চাই জয়। বুধবার আইএসএলে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে তাই যে কোনও মূল্যে তিন পয়েন্ট পেতে মরিয়া এসসি ইস্ট বেঙ্গল কোচ মারিও রিভেরা।
মঙ্গলবার বিকেলে গোয়ায় প্র্যাকটিসে মূলত ফরোয়ার্ডদের বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, চেন্নাইয়ান এফসি’র রক্ষণ যথেষ্ট শক্তিশালী। লিগ টেবিলে থাকা শেষ আটটি দলের মধ্যে সবচেয়ে কম গোল (১৭) খেয়েছেন নারায়ণ-সাজিদরা। সেই দলের বিরুদ্ধে আপফ্রন্টে মার্সেলো-পেরোসেভিচের উপরই ভরসা রাখছেন লাল-হলুদের হেডস্যার।
advertisement
advertisement
এদিন রিভেরা বলেন, মার্সেলো ইংরেজি বলতে পারে না। ফলে ভাষা সমস্যা তো রয়েইছে। তবে ফুটবলের পরিভাষায় ওকে আমার চাহিদা বুঝিয়ে দিচ্ছি। অনুশীলনের মাধ্যমেই পেরোসেভিচের সঙ্গে মার্সেলোর বোঝাপড়া ক্রমশ বাড়ছে। প্রতিযোগিতার শুরু থেকে দু’জন একসঙ্গে খেললে সত্যিই ভালে হত। ডার্বি হারের ধাক্কা কাটিয়ে ইস্ট বেঙ্গল ফুটবলাররা এদিন অনুশীলনে বেশ চনমনে ছিলেন।
advertisement
🚨𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘🚨 Time to go again.#SCEBCFC #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/7Mn5FX5WtJ
— SC East Bengal (@sc_eastbengal) February 2, 2022
মোহন বাগান ম্যাচ থেকে শিক্ষা নিয়েছেন মারিও। তাঁর কথায়, গত ম্যাচে আমরা হারার মতো খেলিনি। তবে ফল তো মেনে নিতেই হবে। ওই ম্যাচ থেকে কয়েকটি ইতিবাচক বিষয় নোট করেছি। বেশ কয়েকটি ভুলত্রুটি শুধরে নিতে পারলে পারফরম্যান্স অবশ্যই ভালে হবে। চেন্নাইয়ান এফসি শক্তিশালী দল। তবে তিন পয়েন্টই লক্ষ্য।
advertisement
দুর্গ আগলানোর জন্য ডিফেন্ডারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। ফুটবলারদের বলেছি, অতীত নিয়ে ভেবো না। নতুন একটা ম্যাচ খেলার জন্য মানসিকভাবে তৈরি থাকো। তবে এটা ঠিক যে, ডার্বি জিতলে ফুটবলারদের আরও ভালোভাবে উজ্জীবিত করা যেত।
সোমবার দলে যোগ দেওয়া নাওচা সিংকে তৈরি রাখছেন লাল-হলুদ কোচ। মিডফিল্ডার সোতাকে অনুশীলনে আলাদা সময় দিয়েছেন তিনি। তরুণ স্ট্রাইকার রাহুল পাসোয়ানকে প্রয়োজনে ব্যবহার করতে পারেন মারিও রিভেরা। প্রথম লেগের সাক্ষাৎকারে অবশ্য ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি চেন্নাই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 5:02 PM IST