East Bengal vs North East preview : আজ সামনে নর্থইস্ট ইউনাইটেড, প্রথম জয়ের মুখ দেখবে ইস্টবেঙ্গল?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
East Bengal looking for maiden win in ISL today against Northeast United. আজ পুরোনো কোচ খালিদের বিরুদ্ধে লড়াই ইস্টবেঙ্গলের, ইস্টবেঙ্গলের প্রধান ভরসা ক্রোয়েশিয়ার পেরোসেভিচ
#গোয়া: ইস্টবেঙ্গল সর্মথকরা এখন প্রিয় দলের খেলা দেখতে বসেন মনকে শক্ত করে। জয় পাওয়ার ভাবনা দূর অস্ত। ম্যাচ ড্র রাখতে পারলেই তাদের কাছে অনেক। যেমন শেষ ম্যাচ এগিয়ে গিয়েও ড্র হয়েছিল কেরলের বিরুদ্ধে।
শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি লিগ তালিকায় দশ ও এগারো নম্বর স্থানে থাকা নর্থইস্ট ও এসসি ইস্টবেঙ্গল (North East United vs SC East Bengal)। সুতরাং, দুর্দান্ত ম্যাচ হওয়ার সম্ভাবনা কম।
advertisement
প্রতিযোগিতার প্রারম্ভিক পর্বে দু’টি দলই হতাশ করেছে। ১১টি দলের মধ্যে শুধুমাত্র নর্থইস্টের দায়িত্বেই ভারতীয় কোচ খালিদ জামিল। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত একটি মাত্র জয় পেয়েছে তাঁর দল। ৬ ম্যাচে সংগ্রহ ৪ পয়েন্ট। লাল-হলুদের অবস্থা অবশ্য আরও খারাপ। ছ’টি ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা নেই ম্যানুয়েল ডিয়াজ-ব্রিগেডে।
advertisement
তারা হেরেছে তিনটি ম্যাচে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তবে শুক্রবার মরশুমের প্রথম জয় তুলে আনার সুবর্ণ সুযোগ এসসি ইস্টবেঙ্গলের সামনে। উল্লেখ্য, গত ম্যাচে হায়দরাবাদের কাছে ১-৫ ব্যবধানে হেরে নর্থইস্ট ফুটবলারদের মনোবল তলানিতে। এখন দেখার, সেই সুযোগ কীভাবে নেন পেরেসোভিচরা? তবে দু’টি দলেরই রক্ষণ ভঙ্গুর।
advertisement
পরিসংখ্যান বলছে, ৬ ম্যাচে ১৩টি গোল হজম করেছে নর্থ ইস্ট। আর ইস্টবেঙ্গল সমসংখ্যাক ম্যাচে খেয়েছে ১৫টি গোল। নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে অবশ্য জয়ের নিশ্চয়তা দিতে পারলেন না ইস্ট বেঙ্গলের কোচ ম্যানুয়েজ ডিয়াজ। ফাটা রেকর্ডের মতো সেই ঘুরেফিরে একই কথা শোনালেন তিনি। লাল-হলুদ কোচের মন্তব্য, আমরা বেশ কিছু ম্যাচে ভালে খেলেও পয়েন্ট নষ্ট করেছি। এরপর ক্রমাগত পয়েন্ট হারানোয় ছেলেদের আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। এই পরিস্থিতিতে রক্ষণে ভুলত্রুটি কম হলেই জয়ের মুখ দেখা সম্ভব।
advertisement
নর্থ-ইস্ট ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তির খবর, চোট সারিয়ে সুস্থ অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য। গত তিনদিন তিনি পুরোদমে প্র্যাকটিস করেছেন। তবে জ্যাকিচাঁদ সিং, অঙ্কিত মুখার্জিরা এখনও চোটের কবলে। পাশাপাশি আদিল খানও পুরো সুস্থ নন। গত কয়েকটি ম্যাচের মতো তাঁকে পরিবর্ত হিসেবে দেখা যেতে পারে।
পক্ষান্তরে, শুভাশিস রায়চৌধুরি, মহম্মদ ইরশাদ, ভিপি সুহেরের মতো পরিচিত ভারতীয় ফুটবলার রয়েছেন নর্থ-ইস্ট ইউনাইটেডে। তৃতীয় ম্যাচে চোট পেয়েছেন বিদেশি ফুটবলার কামারা। তিনি মিডফিল্ডে অনেকটা জায়গা জুড়ে খেলেন। এই আফ্রিকান ফুটবলারটির অভাব অনুভূত করবে নর্থইস্ট। ইস্টবেঙ্গল নিজেদের দুই দীর্ঘকায় ডিফেন্ডার মার্সেলো এবং পর্চকে সেট পিসে ব্যবহার করে গোল তুলে নিতে চায়।
advertisement
ড্যানিয়েল চিমা এবং ক্রোয়েশিয়ার অ্যান্টোনিও পেরোসেভিচ এই দলটার চালিকাশক্তি। পাশাপাশি ভারতীয় ফুটবলারদের মধ্যে সৌরভ দাস, হানমতে, বিকাশ জাইরু লড়াই করছেন। আজ সুযোগ আছে প্রথম জয় তুলে নেওয়ার। গোয়ার মাঠে ইস্টবেঙ্গল প্রথমবার তিনটি পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2021 3:51 PM IST