Pakistan vs West Indies: ক্যারিবিয়ান শিবিরে কোভিড হানা ! পিছিয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ

Last Updated:

Pakistan vs West Indies ODI Series Postponed: গত ৯ ডিসেম্বর করাচি পৌঁছনোর পর থেকেই একের পর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷

Photo: Twitter
Photo: Twitter
করাচি: করোনার জেরে আপাতত পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল (Pakistan vs West Indies) ৷ ক্যারিবিয়ান শিবিরে আরও ৫ জন, সবমিলিয়ে গত কয়েকদিনে মোট ৯ জন করোনায় আক্রান্ত হওয়ার পরেই সিরিজ আপাতত পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ দু’দলের পক্ষ থেকেই বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানানো হয় (Pakistan vs West Indies ODI Series Postponed) ৷
গত ৯ ডিসেম্বর করাচি পৌঁছনোর পর থেকেই একের পর এক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷ আগামিকাল, শনিবার থেকে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা আর হচ্ছে না ৷ জানা গিয়েছে, আগামী বছর জুনে এই সিরিজ খেলা হবে ৷
advertisement
advertisement
পাকিস্তানে পৌঁছনোর পর থেকেই ক্যারিবিয়ান শিবিরের একসঙ্গে এতজন করোনায় আক্রান্ত হওয়ায় স্বভাবতই আতঙ্ক বেড়েছিল ৷ এই পরিস্থিতিতে কীভাবে সিরিজ হবে, তা নিয়েও উঠেছিল প্রশ্ন ৷ শেষপর্যন্ত আর কোনও ঝুঁকি না নিয়ে সিরিজ পিছিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ টি২০ সিরিজ কোনও মতে শেষ করা গেলেও ওয়ান ডে সিরিজ শুরু করা আর সম্ভব হয়নি ৷
advertisement
ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে মানা করে দিলেও রাজি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ কিন্তু সেই সিরিজও আর হচ্ছে না ৷ এবার অবশ্য কারণ ক্রিকেটারদের নিরাপত্তা নয়, করোনাভাইরাস ৷ বিশ্বজুড়ে এখন ওমিক্রন আতঙ্কও চলছে ৷ তাই এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান এবং ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan vs West Indies: ক্যারিবিয়ান শিবিরে কোভিড হানা ! পিছিয়ে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement