Pakistan vs Australia: পাকিস্তানের জন্য হাততালি! সানিয়া মির্জা কি ভারতীয়? প্রশ্ন উঠে গেল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sania Mirza In Pakistan vs Australia Match: ভারতের ম্য়াচ থাকলে তো সানিয়া মাঠে থেকে কখনও সমর্থন করেন না! প্রশ্ন করলেন কেউ কেউ।
#আবুধাবি: একের পর এক বাঁকা মন্তব্য উড়ে এল তাঁর জন্য। তিনি কেন পাকিস্তানের জন্য হাততালি দিলেন! টুইটারে এই প্রশ্নটাই করলেন অনেকে। সানিয়া মির্জা এদিন পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন। তিনি বরাবরই চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ ম্যাচে স্বামী শোয়েব মালিককে মাঠে থেকে সমর্থন জোগানোর। এদিনও সেটাই করেছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। আর সেটা করেই তিনি আরও একবার ব্যাপক ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়।
আসলে অনেকেই এদিন অন্যের রাগ সানিয়া মির্জার উপর ঝেড়ে ফেললেন। ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর কিছু পাকিস্তানি সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে দাঁড়িয়েছিলেন। সেই পোস্টার-এ লেখা ছিল- বাই বাই ইন্ডিয়া। সেটা মোটেও ভাল চোখে দেখেননি ভারতীয় সমর্থকরা। তাঁরা তাই সুযোগের অপেক্ষায় ছিলেন। সেই সুযোগ চলে এল বৃহস্পতিবার। এবার পাকিস্তানকে ছিটকে দিল অস্ট্রেলিয়া। এবারও টি-২০ বিশ্বকাপ জয় হল না পাকিস্তানের। আর এদিন পাকিস্তানের কিছু সমর্থকের উপর জমে থাকা রাগ ভারতীয় সমর্থকরা ঝাড়লেন সানিয়া মির্জাকে।
advertisement
আরও পড়ুন- রিজওয়ান এবং ফখরের ব্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াকু টোটাল পাকিস্তানের
এদিন পাকিস্তানি ক্রিকেটারদের ভাল পারফরম্য়ান্স দেখে সানিয়া মির্জা স্ট্যান্ডে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। এর পরই অনেকে প্রশ্ন করেন, ভারতীয় হয়ে তিনি কী করে পাকিস্তানের জন্য হাততালি দেন! সানিয়া মির্জা ভারতে। তবে তাঁর শ্বশুরবাড়ি পাকিস্তানে। এই জন্য তিনি মাঝেমধ্যেই ট্রোলড হন।
advertisement
advertisement
#PAKvAUS
— Abhishek Narsingh ॐ 🇮🇳 (@AmanPradyuman) November 11, 2021
Can someone please tell me that what kind of an indian Sania Mirza is??
Never have i ever saw her cheating for indian cricket team but we saw her in support of pakistan many times.
Ex. pic.twitter.com/uVDnVpBVq6
advertisement
Ye Sania Mirza pakistani clapping for Paxtan today, Olympic me haar ke wapis aa gyi thi on the day she lost, ye bhi nahi ki remaining indian players ke match me support kr de , and our tenis federation pays her for what?
— non-native twittologer (@twittologer) November 11, 2021
advertisement
Sania Mirza is clapping for enemy country Pakistan that kills our soldiers on a daily basis pic.twitter.com/GBrD2jADBb
— Girish (Headhunter) (@girishs2) November 11, 2021
আরও পড়ুন- ক্রিকেট কেন ভদ্রলোকের খেলা, এক মিনিটে বুঝিয়ে দিলেন নিউ জিল্যান্ডের মিচেল
এদিন একের পর এক প্রশ্ন উড়ে এল সানিয়া মির্জার জন্য। কেউ লিখলেন, ভারতীয় দলের ম্য়াচ থাকলে কখনও সানিয়াকে এভাবে মাঠে থেকে সমর্থন করতে দেখা যায় না। কেউ আবার লিখলেন, অলিম্পিকে হারের পর সঙ্গে সঙ্গে দেশে ফিরে এসেছিলেন সানিয়া। তিনি একদিনের জন্যও অন্য ভারতীয় খেলোয়াড়দের সমর্থন করতে মাঠে হাজির থাকেননি। অথচ সেই সানিয়া মির্জা পাকিস্তানের জন্য এদিন মাঠে থেকে হাততালি দিলেন। অনেকে তো আবার প্রশ্ন করলেন, সানিয় মির্জা কি সত্যিই নিজেকে মন থেকে ভারতীয় বলে মনে করেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 12:19 AM IST