Salman Butt on Brendon McCullum : ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্বজ্ঞানহীন কোচ! তুলোধোনা করলেন এই পাক তারকা

Last Updated:

Salman Butt slams KKR coach Brendon McCullum for senseless cricket in IPL. কোনও কোচই নন ব্রেন্ডন ম্যাকালাম, বিস্ফোরক পাক তারকা সালমান বাট

কোনও কোচই নন ব্রেন্ডন ম্যাকালাম, বিস্ফোরক পাক তারকা
কোনও কোচই নন ব্রেন্ডন ম্যাকালাম, বিস্ফোরক পাক তারকা
চলতি আইপিএলের পঞ্চদশ আসরে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার আশা নেই বললেই চলে। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। নাইটদের এই দুর্দশা দেখে কোচ ব্রেন্ডন ম্যাককালামকে দায়ী করেছেন সালমান বাট। পাকিস্তানের প্রাক্তন ওপেনার মনে করেন, ভয়ডরহীন ক্রিকেটের নামে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে নাইট রাইডার্স।
advertisement
advertisement
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের প্রথম মৌসুমে নাইটদের হয়ে খেলা সালমান বাট বলেছেন, ম্যাকালামের বেশ কিছু সমস্যা আছে। সে মাঠের লড়াই করার একটাই উপায় জানে। পিচ, মাঠ, কত রান তোলা যাবে, নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হবে এসব কিছুই জানে না। সে শুধু বলে- খোলা মনে খেল, দ্রুত রান কর।
advertisement
মাঝে মাঝে মনে হয় কলকাতা ভয়ডরহীন ক্রিকেটের বদলে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে! পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে ম্যাককালামের ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন বাট। কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছিলেন যে, দলের প্রধান নির্বাহী নাকি একাদশ ঠিক করেন!
সেই সম্পর্কে এক সমর্থকের প্রশ্নের উত্তরে সালমান বাট বলেছেন, দলকে একটু-আধটু ছাড় দেওয়া উচিত। যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন ভুল করার অনুমতিও দেওয়া উচিত। অধিনায়ক তোমার পিয়ন নয় যে তোমার সব নির্দেশ অনুসরণ করবে।
advertisement
সালমান পরিষ্কার জানিয়েছেন ক্রিকেটার হিসেবে ভাল হলেই কোচ হিসেবে সে ভাল হবে এমন গ্যারান্টি নেই। কেকেআর ম্যানেজমেন্ট ভুল কোচকে দায়িত্ব দিয়েছিল। ব্রেন্ডন ম্যাকালামের কোনও প্ল্যান বি নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Salman Butt on Brendon McCullum : ব্রেন্ডন ম্যাকালাম দায়িত্বজ্ঞানহীন কোচ! তুলোধোনা করলেন এই পাক তারকা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement