East Bengal : শুধু আইএসএল নয়, নতুন বছরে লিগ এবং ডুরান্ড কাপ টার্গেট ইস্টবেঙ্গলের

Last Updated:

East Bengal officials looking to build strong team for ISL and CFL. শুধু আইএসএল নয়, লিগ এবং ডুরান্ড কাপ টার্গেট ইস্টবেঙ্গলের

শক্তিশালী দল গঠনের কাজ প্রায় শেষ ইস্টবেঙ্গলের
শক্তিশালী দল গঠনের কাজ প্রায় শেষ ইস্টবেঙ্গলের
চলছে দল গঠনের কাজ। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করতে পেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিনে একাধিক সই সংবাদ মিলতে পারে। শোনা যাচ্ছে কলকাতার মাঠে পরিচিত এক ফরোয়ার্ডকে দেখা যেতে পারে স্কোয়াডে। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, আফতাব আলমকে নিতে পারে ইস্টবেঙ্গল।
advertisement
advertisement
আফতাব দুটি পজিশনে খেলতে পারেন – সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার। অর্থাৎ মূলত আক্রমণ ভাগের ফুটবলার। বয়স কম। মাত্র বাইশ বছর বয়সে ক্রীড়া প্রেমীদের নজরে পড়েছেন তিনি। ২০২০-২১ কলকাতা ফুটবল লিগে পিয়ারলেসের হয়ে খেলেছিলেন উল্লেখযোগ্য ফুটবল। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের কেউ কেউ বিমর্ষ। কারণ জার্মানপ্রীত সিং-কে সম্ভবত আর পাচ্ছে না তাঁদের প্রিয় ক্লাব।
advertisement
মনে করা হয়েছিল ভারতের উদীয়মান এই প্রতিভাকে আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা নিশ্চিত করতে পারবেন। সেই সম্ভাবনা আর প্রায় নেই বলেই অনেকের অনুমান। ফুটবলার নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারী প্রসঙ্গে যথারীতি আগ্রহ রয়েছে। ক্লাব কর্তার আশ্বাস বাণী, আসন্ন ট্রান্সফার উইন্ডোর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ক্লাব সমর্থকরা, ক্রীড়া প্রেমীরা আপাতত সেই দিনের অপেক্ষায় রয়েছেন। ইস্টবেঙ্গল কর্মকর্তারা আশাবাদী কোচ নির্বাচনের কাজ তারা দ্রুত সেরে নেবেন। সব মিলিয়ে শুধু আইএসএল নয়, প্রিমিয়ার লিগ, ডুরান্ড কাপ এবং শিল্ড হলে, তাতেও ভাল ফুটবল খেলে চ্যাম্পিয়ন হতে চায় ইস্টবেঙ্গল। প্রাক্তন ফুটবলারদের মতামত নেওয়া হয়েছে দল তৈরি করার ক্ষেত্রে। পজিশন অনুযায়ী দক্ষ খেলোয়াড় নেওয়ার চেষ্টা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : শুধু আইএসএল নয়, নতুন বছরে লিগ এবং ডুরান্ড কাপ টার্গেট ইস্টবেঙ্গলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement