#কলকাতা: নতুন বছরে কেমন হবে ইস্টবেঙ্গল দল তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। সেটা অবশ্য স্বাভাবিক। বিশেষ করে ব্যর্থতার পর এবার ভারতীয় ফুটবলের সেরা মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া শতাব্দীপ্রাচীন ক্লাব। ভেতর ভেতর শক্তিশালী দল বানানোর কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে। এফ সি গোয়ার স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে আগেই নিয়েছিল লাল হলুদ। সন্তোষ ট্রফির বেশ কিছু বাঙালি ফুটবলার খেলবে ইস্টবেঙ্গল জার্সিতে।
চলছে দল গঠনের কাজ। ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করতে পেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আগামী দিনে একাধিক সই সংবাদ মিলতে পারে। শোনা যাচ্ছে কলকাতার মাঠে পরিচিত এক ফরোয়ার্ডকে দেখা যেতে পারে স্কোয়াডে। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, আফতাব আলমকে নিতে পারে ইস্টবেঙ্গল।
আফতাব দুটি পজিশনে খেলতে পারেন – সেন্টার ফরোয়ার্ড এবং উইঙ্গার। অর্থাৎ মূলত আক্রমণ ভাগের ফুটবলার। বয়স কম। মাত্র বাইশ বছর বয়সে ক্রীড়া প্রেমীদের নজরে পড়েছেন তিনি। ২০২০-২১ কলকাতা ফুটবল লিগে পিয়ারলেসের হয়ে খেলেছিলেন উল্লেখযোগ্য ফুটবল। অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকদের কেউ কেউ বিমর্ষ। কারণ জার্মানপ্রীত সিং-কে সম্ভবত আর পাচ্ছে না তাঁদের প্রিয় ক্লাব।
মনে করা হয়েছিল ভারতের উদীয়মান এই প্রতিভাকে আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা নিশ্চিত করতে পারবেন। সেই সম্ভাবনা আর প্রায় নেই বলেই অনেকের অনুমান। ফুটবলার নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারী প্রসঙ্গে যথারীতি আগ্রহ রয়েছে। ক্লাব কর্তার আশ্বাস বাণী, আসন্ন ট্রান্সফার উইন্ডোর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ক্লাব সমর্থকরা, ক্রীড়া প্রেমীরা আপাতত সেই দিনের অপেক্ষায় রয়েছেন। ইস্টবেঙ্গল কর্মকর্তারা আশাবাদী কোচ নির্বাচনের কাজ তারা দ্রুত সেরে নেবেন। সব মিলিয়ে শুধু আইএসএল নয়, প্রিমিয়ার লিগ, ডুরান্ড কাপ এবং শিল্ড হলে, তাতেও ভাল ফুটবল খেলে চ্যাম্পিয়ন হতে চায় ইস্টবেঙ্গল। প্রাক্তন ফুটবলারদের মতামত নেওয়া হয়েছে দল তৈরি করার ক্ষেত্রে। পজিশন অনুযায়ী দক্ষ খেলোয়াড় নেওয়ার চেষ্টা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club