শাশুড়ি কি দজ্জাল? বউমার সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট কথা শোনালেন ধোনির স্ত্রী সাক্ষী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sakshi Dhoni: ধোনির মায়ের সঙ্গে সম্পর্ক কেমন তাঁর স্ত্রীর! জানালেন সাক্ষী ধোনি।
কলকাতা: শ্বাশুড়ি-বউমার সম্পর্ক! এই নিয়ে নানা মুনি নানা মত দেবেন। কারও শ্বাশুড়ির সঙ্গে সম্পর্ক দারুন। কারও আবার আদায় কাঁচ কলায়। তবে সেলেব্রিটিদের স্ত্রীদের শাশুড়ির সঙ্গে সম্পর্ক কেমন, তা নিয়ে অনেকেরই কৌতুহলের শেষ নেই।
যেমন ধরুন, অনেকেরই জানতে ইচ্ছে করে, ধোনির স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁর শ্বাশুড়ির সম্পর্ক কেমন! তা নিয়ে একটি অনুষ্ঠানে স্পষ্ট কথা বললেন সাক্ষী ধোনি। ধোনির মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক কেমন, তা জানিয়ে দিলেন সাক্ষী।
আরও পড়ুন- লক্ষ্য ভাল স্ট্রাইকার, ইমামির হাতে অর্থ তুলে দেবেন লাল হলুদ কর্তারা
প্রশ্নের উত্তরে সাক্ষী বলেছেন, সত্যি বলতে আমি বিয়ের আগের দিন আমার শ্বাশুড়িকে দেখেছিলাম। তার আগে আমার সঙ্গে আলাপ ছিল না। ঈশ্বরের আশীর্বাদে আজ পর্যন্ত ওঁর সঙ্গে আমার সম্পর্ক ভাল রয়েছে। আমি বাড়িতে থাকলে শাশুড়িকে ছাড়া ভাবতেই পারি না। আমরা পরস্পরের সঙ্গে প্রায় সব কথাই শেয়ার করি।
advertisement
advertisement
সাক্ষী আরও বলেন, ধোনি বাড়িতে থাকত খুব কম। ম্যাচ থাকলে ও বেরিয়ে যেত। তখন গোটা পরিবার আমার কাছে অচেনা। প্রথম দিকে একটু অসুবিধা হত। তবে আমার জন্য পরিস্থিতি হালকা করে দিয়েছিলেন শ্বাশুড়ি। তিনি ছিলেন বলে ওই বাড়িতে আমার কোনও সমস্যা হয়নি।
advertisement
advertisement
ধোনিকে এখন দেখা যায় স্রেফ আইপিএলে। ফলে পরিবারের সঙ্গে সময় কাটান ধোনি। সাক্ষী বলছিলেন, বিয়ের প্রথমদিন থেকেই আমার সঙ্গে শাশুড়ির সম্পর্ক ভাল ছিল। এখন সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। যে কোনও কাজে আমরা একজন আরেকজনের উপর নির্ভরশীল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 4:18 PM IST