কোচ কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটের জন্য খুবই দুঃখের দিন: গাভাসকর

Last Updated:

জাম্বোর পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তী প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরও ৷

#মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ভারতীয় দলের কোচের পদে অনিল কুম্বলের চুক্তি শেষ হলেও এমন আচমকা তাঁকে যে পদত্যাগ করতে হবে ৷ তা হয়তো অনেকেই ভাবেননি ৷ কিন্তু এটাই এখন বাস্তব ঘটনা ৷ ইস্তফা দেওয়ার পর কুম্বলে আবার সাফ সাফ জানিয়েও দিয়েছেন যে ক্যাপ্টেন কোহলি যখন তাঁকে চান না, তখন পদত্যাগ করা ছাড়া আর কোনও রাস্তা তাঁর কাছে ছিল না ৷ এব্যাপারে জাম্বোর পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তী প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরও ৷ তিনি বলেন, ‘‘ কোহলি এবং কুম্বলের মধ্যে কী সমস্যা ছিল, সেসম্পর্কে আমার খুব বেশি জানা নেই ৷ কিন্তু এটুকু বলতেই পারি, যে এটা সত্যি খুব দুঃখের দিন ভারতীয় ক্রিকেটের জন্য ৷ ’’
একটি ইংরেজি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানান, ‘‘ কুম্বলের কোচিং মেয়াদকালে প্রায় সব ম্যাচেই জিতেছে ভারত ৷ গত এক বছরে অনিল কিছু ভুল করেছেন বলে তো আমার মনে হয়নি ৷ অনেকসময়েই টিমে হয়তো সবার মত মেলে না ৷ কিন্তু রেজাল্ট দেখুন আগে ৷ ’’
নিজের ক্রিকেট কেরিয়ারে অত্যন্ত লড়াকু ক্রিকেটার হিসেবেই পরিচিত ছিলেন কুম্বলে ৷ চোয়াল ভাঙা অবস্থাতেও বল করে দলকে জিতিয়েছেন ৷ সেই কুম্বলে সহজে হার মানার পাত্র নন বলেই মনে করেন গাভাসকর ৷ তিনিই হঠাৎ এভাবে অধিনায়কের কথাতেই কোচের পদ থেকে ইস্তফা দেবেন , সেটা মেনে নেওয়াটা সত্যি কঠিন ৷ এব্যাপারে গাভাসকর বলেন, ‘‘ অনিলের পদত্যাগের পিছনে নিশ্চয় কোনও কারণ রয়েছে ৷ আমি ভেবেছিলাম ও হয়তো কাজ চালিয়ে যাবে ৷ ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি যখন কুম্বলের ওপরেই আস্থা রেখেছিল , তখন কুম্বলের থেকে যাওয়াটাই উচিৎ ছিল ৷ ও নিশ্চয় লড়াইয়ে ফিরবে ৷ কিন্তু এই প্রথমবার ফাইটার অনিলকে রুখে দাঁড়াতে দেখা গেল না ৷ ’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কোচ কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটের জন্য খুবই দুঃখের দিন: গাভাসকর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement