#মুম্বই: দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস৷ রবিবার এই বিশেষ দিনে সমাজকে দারুণ এক বার্তা দিলেন সচিন তেন্ডুলকর৷ দুই সন্তানের বাবা ও ক্রিকেট ঈশ্বর বলছেন, ভালবাসায় যেন কোনও ছেলে-মেয়ে ফারাক না থাকে৷ পুত্র হোক বা কন্যা, সকলকেই যেন সমান চোখে দেখা হয়৷
সচিন এদিন সারা ও অর্জুনের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করছেন ট্যুইটারে৷ মাস্টারব্লাস্টার লিখলেন, "ভালবাসা, যত্ন এবং সুযোগ ছেলে-মেয়ে যেন সবসময় সমান ভাবে পায়৷ আমাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানরা আমাদের থেকেই শেখে৷ সঠিক দৃষ্টান্ত স্থাপন করে আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠুন৷"
Love, care and opportunities for our girls and boys have to be equal at all times.
We have to remember that our children learn from us. Let’s set the right example and celebrate our girls & boys alike!#NationalGirlChildDay pic.twitter.com/TsXSEzB9eg — Sachin Tendulkar (@sachin_rt) January 24, 2021
Amazing Sachin - Sara Picture ❤️ Daughters are special! Appreciate them, admire them and respect them. Let them chase their dreams. #NationalGirlChildDay pic.twitter.com/BDyBUalzzm
— Sachin Tendulkar🇮🇳 Fan Club 🇮🇳 (@CrickeTendulkar) January 24, 2021
You are always an example and Inspiration Paaji... May all daughters be loved cared and nurtured the best possible way
— Gokul Narayanan (@DrgokulN) January 24, 2021
Well said @sachin_rt #saveindia #SaveGirlChild #makeproudindia
— Teja Kumar Baliga (@tejakumarbaliga) January 24, 2021
Yes the children should be treated and should be teach to respect their opposite gender from childhood so that they will become a good person in life ❤️
— Narendra Gandhi 😏 (@RajveerJatab) January 24, 2021
সচিনের বিশ্বব্যপী ফ্যানেরা এই ট্যুইট দেখে তাঁকে এই ভাবনার জন্য সাধুবাদ জানিয়েছেন, তাঁরা লিখেছেন সচিন নিজে দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা-অর্জুনের জন্য৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar