হোম /খবর /দেশ /
'ছেলে-মেয়ের জন্য থাক একই ভালবাসা', জাতীয় কন্যা সন্তান দিবসে বললেন সচিন

'ছেলে-মেয়ের জন্য থাক একই ভালবাসা', জাতীয় কন্যা সন্তান দিবসে বললেন সচিন

Sachin Tendulkar Throwback Pic On National Girl Child Day Says Celebrate Our Girls And Boys Alike

Sachin Tendulkar Throwback Pic On National Girl Child Day Says Celebrate Our Girls And Boys Alike

দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস৷ রবিবার এই বিশেষ দিনে সমাজকে দারুণ এক বার্তা দিলেন সচিন তেন্ডুলকর৷ দুই সন্তানের বাবা ও ক্রিকেট ঈশ্বর বলছেন, ভালবাসায় যেন কোনও ছেলে-মেয়ে ফারাক না থাকে৷ পুত্র হোক বা কন্যা, সকলকেই যেন সমান চোখে দেখা হয়৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#মুম্বই: দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস৷ রবিবার এই বিশেষ দিনে সমাজকে দারুণ এক বার্তা দিলেন সচিন তেন্ডুলকর৷ দুই সন্তানের বাবা ও ক্রিকেট ঈশ্বর বলছেন, ভালবাসায় যেন কোনও ছেলে-মেয়ে ফারাক না থাকে৷ পুত্র হোক বা কন্যা, সকলকেই যেন সমান চোখে দেখা হয়৷

সচিন এদিন সারা ও অর্জুনের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করছেন ট্যুইটারে৷ মাস্টারব্লাস্টার লিখলেন, "ভালবাসা, যত্ন এবং সুযোগ ছেলে-মেয়ে যেন সবসময় সমান ভাবে পায়৷ আমাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানরা আমাদের থেকেই শেখে৷ সঠিক দৃষ্টান্ত স্থাপন করে আমাদের ছেলে-মেয়েদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠুন৷"

সচিনের বিশ্বব্যপী ফ্যানেরা এই ট্যুইট দেখে তাঁকে এই ভাবনার জন্য সাধুবাদ জানিয়েছেন, তাঁরা লিখেছেন সচিন নিজে দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা-অর্জুনের জন্য৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Sachin Tendulkar