Sachin Tendulkar On Subhman Gill: মেয়ের সঙ্গে এই ছেলের সম্পর্কের গুজব! শুভমান গিল সম্পর্কে কী ভাবেন সচিন?

Last Updated:

Sachin Tendulkar On Subhman Gill: অনেকেই তাঁকে বলছেন, সচিন তেন্ডুলকরের হবু জামাই। সেই শুভমান সম্পর্কে খোদ সচিন কী ভাবেন!

#মুম্বই: তাঁর মেয়ে সারার সঙ্গে এই ক্রিকেটারের সম্পর্কের গুঞ্জন রয়েছে। সেই শুভমান গিল সম্পর্কে কী ভাবেন সচিন তেন্ডুলকর! এমনটা জানার আগ্রহ অনেকেরই রয়েছে নিশ্চয়ই!
ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিলের প্রশংসা করেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার সচিন তেন্ডুলকর। সচিন বলেছেন, শুভমান গিলের ভারতীয় টেস্ট দলে যে কোনও অর্ডারে ব্যাট করার ক্ষমতা এবং মনোভাব রয়েছে। তবে অনেক সময় ভাল শুরু করেও খেই হারিয়ে ফেলেন শুভমান। বড় ইনিংস খেলার মানসিকতা তৈরি করতে হবে শুভমানকে।
আরও পড়ুন- অশ্বিন, সিরাজদের দাপটে লজ্জায় নিউজিল্যান্ড, ৬২ রানে হ্ল অলআউট
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে ৫২ রান করা গিল মুম্বই টেস্টেও একটি বড় ইনিংসের দিকে যাচ্ছিলেন। কিন্তু বাঁহাতি কিউয়ি স্পিনার আজাজ প্যাটেল তাঁকে আউট করেন।
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকা সফরে মিডল অর্ডারে ভাল ব্যাট করার কৌশল গিলের আছে কিনা জানতে চাইলে সচিন তেন্ডুলকার পিটিআইকে বলেছেন, ''যত দূর টেকনিকের কথা, বিভিন্ন পিচে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমি মনে করি, শুভমান গিল ব্রিসবেনে ৯১ রান করেছিল। সেখানে আমরা টেস্ট জিতেছি। গিল মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ৭১ বলে ৪৪ রান করেছিল। ওর যে কোনও পজিশনে ব্যাটিং করার ক্ষমতা রয়েছে।''
advertisement
সচিন আরও বলেন, 'শুভমানের কঠিন ও বাউন্সি পিচে খেলার অভিজ্ঞতা আছে। টেকনিক নিয়ে কোনো সমস্যা নেই। শুরুটা ভাল করলেও সেটাকে বড় ইনিংসে রূপান্তর করার মানসিকতা রাখতে হবে। দলে জায়গা পাওয়ার পর বড় স্কোর করার খিদে রয়েছে ওর। ওকে যেটা করতে হবে তা হল, বড় ইনিংস খেলার জন্য ধৈর্য ও একাগ্রতা বজায় রাখতে হবে। কানপুর ও মুম্বই টেস্টে ভাল ডেলিভারিতে আউট হয়েছে ও। তবে ওর শেখার প্রক্রিয়া চলছে। ও আরও অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করবে।
advertisement
আরও পড়ুন- আজাজ প্যাটেলের ১০ উইকেট, স্পর্শ করলেন জিম লেকার, কুম্বলেকে
অভিষেক টেস্টে সেঞ্চুরি করা শ্রেয়স আইয়ারের প্রশংসা করে সচিন বলেন, 'শ্রেয়স সুযোগের সদ্ব্যবহার করেছে। ভারতকে জয়ের প্রায় কাছাকাছি নিয়ে গিয়েছিল ও। দুটি ইনিংসেই দুরন্ত ব্যাটিং। টেস্ট খেলা নিয়ে ওর অনিশ্চয়তা ছিল। কিন্তু ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল খেলেছে লাগাতার। আর ওর সব থেকে বড় গুণ, শ্রেয়স নিজের স্বাভাবিক খেলা খেলতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sachin Tendulkar On Subhman Gill: মেয়ের সঙ্গে এই ছেলের সম্পর্কের গুজব! শুভমান গিল সম্পর্কে কী ভাবেন সচিন?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement