IND vs NZ all out 62: অশ্বিন, সিরাজদের দাপটে নতুন লজ্জায় নিউজিল্যান্ড, ৬২ রানে অলআউট

Last Updated:

IND vs NZ Ashwin and Siraj gets Kiwis all out for 62 in Mumbai Test. অশ্বিন, সিরাজ দের দাপটে লজ্জায় নিউজিল্যান্ড, ৬২ রানে অলআউট

অনবদ্য বল করলেন অশ্বিন। নিলেন চারটি উইকেট
অনবদ্য বল করলেন অশ্বিন। নিলেন চারটি উইকেট
ভারত - ৩২৫
নিউজিল্যান্ড -৬২
ভারত  এগিয়ে ২৬৩ রানে
#মুম্বই: মুম্বই টেস্টে নাটকীয় দ্বিতীয় দিন। সাধারণত টেস্ট ম্যাচের এতটা পট পরিবর্তন হতে সাড়ে তিন বা চার দিন সময় লাগে। কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় দিনেই পলকে পলকে বদলে গেল ম্যাচের চিত্র। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল ১০ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। জিম লেকার, অনিল কুম্বলেকে স্পর্শ করেছিলেন। জন্মের শহর মুম্বই তাঁকে দুই হাত ভরিয়ে সাফল্য দিল।
advertisement
advertisement
কিন্তু সেই সাফল্য হজম হল না নিউজিল্যান্ডের। ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হল ব্ল্যাক ক্যাপ্স। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় বোলারদের দাপটে শিরদাঁড়া ভেঙে গেল কিউইদের। আয়ারাম, গয়ারাম পালা লেগে গেল। শুরুতেই নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও টম লাথামকে আউট করলেন মহম্মদ সিরাজ।
advertisement
১৫ রানে ২ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। আগুন ঝরালেন মহম্মদ সিরাজ। রস টেলরকেও আউট করলেন তিনি। বাউন্স এবং সুইং আদায় করলেন। নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১৭। নিউজিল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ড্যারিল মিচেলকে আউট করলেন অক্ষর পটেল। এলবিডব্লিউ হলেন তিনি। দলের রান ৪ উইকেটে ২৮। রবিচন্দ্রন অশ্বিন আউট করলেন হেনরি নিকোলসকে। প্রথম বলেই বোল্ড করলেন।
advertisement
৩১ রানে পাঁচ উইকেট পড়ল নিউজিল্যান্ডের। চা বিরতির আগে রচিন রবীন্দ্রকে আউট করলেন জয়ন্ত যাদব। স্লিপে ক্যাচ নিলেন বিরাট কোহলি। চা বিরতিতে দলের রান ৬ উইকেটে ৩৮। কিউয়িদের আবার ধাক্কা দিলেন অশ্বিন। ৮ রানে ফিরলেন ব্লান্ডেল। দ্বিতীয় বলেই ফিরলেন সাউদি। ০ রান করেছেন তিনি। তৃতীয় উইকেট হল অশ্বিনের। এরপর অলরাউন্ডার কাইল জেমিসন এবং সামারভিল মিলে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন।
advertisement
বলের লাইনে গিয়ে খেলার চেষ্টা করলেন। চেষ্টা ছিল ফলো অন বাঁচানোর। ফরওয়ার্ড শর্ট লেগ, সিলি পয়েন্ট, লেগ স্লিপ রেখে টানা আক্রমণ চালাল ভারত। সামারভিল মারতে গিয়ে আউট হলেন সিরাজের হাতে ক্যাচ দিয়ে। উইকেট পেলেন অশ্বিন। চারটি উইকেট হয়ে গেল অশ্বিনের।শেষ উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। জেমিসনের দুর্দান্ত ক্যাচ ধরলেন শ্রেয়স আইআর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ all out 62: অশ্বিন, সিরাজদের দাপটে নতুন লজ্জায় নিউজিল্যান্ড, ৬২ রানে অলআউট
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement