Sachin on Sunil Chhetri: ভারতীয় ফুটবল দলকে সচিনের স্যালুট! সুনীলকে নিয়ে গর্বিত মাস্টার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: সুনীল ছেত্রীর জন্য গর্বিত সচিন তেন্ডুলকর। হয়তো এমনটা হওয়াই স্বাভাবিক। ২২ গজে এমন অনেক টানটান মুহূর্তের সাক্ষী থেকেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে সুনীল, সান্ধুদের ইস্পাত কঠিন স্নায়ুর প্রশংসা করেছেন সচিন। টুইটারে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারত বনাম কুয়েত সাফ চ্যাম্পিয়নশিপে রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থাকল ফুটবল জনতা।
কঠিন মুহূর্তে স্নায়ুর চাপ সামলে সেরাটা উজাড় করে দেওয়া মুখের কথা নয়। তাই সাফ ফাইনালে কুয়েতের বিরুদ্ধে সুনীল ছেত্রী এবং ভারতীয় দলকে বাঘের মতো লড়াই করতে দেখে সচিন তেন্ডুলকর আর নিজেকে চেপে রাখতে পারেননি। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে হার না মানা মনোভাবে দীক্ষিত গোটা দল। সাডেন ডেথে কুয়েতের ক্যাপ্টেনের শট আটকে দেন গুরপ্রীত সিং সান্ধু।
advertisement
What a phenomenal display of strength, determination and nerves of steel!
Huge congratulations to #TeamIndia! 🇮🇳💙🏆⚽️#SAFFChampionship2023 pic.twitter.com/1i4wWN6z2i— Sachin Tendulkar (@sachin_rt) July 5, 2023
advertisement
ম্যাচের ফলাফল যে কোনও দিকে গড়াতে পারত। ভারতীয় দলের শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা সাধারণ ফুটবলপ্রেমী থেকে ক্রীড়াবিদদের মন জয় করে নিয়েছে। ২২ গজের ‘ভগবান’ ও প্রশংসা না করে থাকতে পারেননি। তবে ভারতীয় দলের মধ্যে লড়াই করার মানসিকতা সচিনকে মুগ্ধ করেছে।
advertisement
তবে এই লড়াই জারি রাখতে হবে জানিয়ে দিয়েছেন মাস্টার। সুনীল প্রায় কুড়ি বছর ধরে একাই বজায় রেখেছে ভারতের ফুটবলের সম্মান। কিন্তু এখন সাহেল, আশিক, থাপা, সন্দেশ একঝাঁক লড়াকু ফুটবলার উঠে এসেছে। ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যত উজ্জ্বল।
এই বার্তা এইমাত্র এসেছে. আপনি News18 বাংলা ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত পেতে এবং পড়তে পারেন। আমরা আরও তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এই পোস্টটি আপডেট করব। অবিলম্বে সব খবর এবং আপডেট পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন. আগে সব খবর পান
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2023 8:49 PM IST