Sachin Tendulkar Recalls His Father: 'এই দোলনাটায় বসলেই...'! ফাদার্স ডে-তে সচিন তেন্ডুলকরের চোখে জল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar Recalls His Father: এই প্রথম সচিন তেন্ডুলকরের মা ও দাদাকেও কথা বলতে দেখা গেল ভিডিওতে।
#নয়াদিল্লি: সারা বিশ্বের মানুষ আজ অর্থাৎ ১৯ জুন, ২০২২ তারিখে ফাদার্স ডে উদযাপন করছে। এক্ষেত্রে পিছিয়ে নেই কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তবে বাবাকে ধন্যবাদ জানানোর সত্যিই আলাদা কোনও দিন হয় না। তবুও একটা দিন তো শুধুমাত্র বাবাদের জন্য তুলে রাখাই যায়।
তারকারা নিজেদের মতো করে বাবাকে স্মরণ করছেন। এর মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকরও। তাঁর ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদান কতটা তা সবারই জানা। তিনি বহুবার সে কথা উল্লেখও করেছেন। এমনকী বাবা ছাড়া দাদার অবদান নিয়েও সচিন বারবার বিভিন্ন সময়ে বলেছেন।
বাবা দিবস উপলক্ষে সচিন তাঁর বাবা রমেশ তেন্ডুলকরকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। রমেশ তেন্ডুলকর একজন বিখ্যাত মারাঠি ঔপন্যাসিক ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- কখনও ঘোড়া, কখনও পায়রা! পোষা প্রাণীদের কখনও বিক্রি করেন না রবীন্দ্র জাদেজা
এই ভিডিওতে সচিন তাঁর বাবার সঙ্গে সম্পর্ক, তিনি যে বিষয়গুলো শিখিয়েছেন তা জানিয়েছেন। ভিডিওতে সচিনের মা এবং দাদাকেও দেখা গিয়েছে। সচিন তাঁর বাবার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক বিশেষ ব্যাপারও জানিয়েছেন এই ভিডিওতে।
টুইটারে ভিডিওটি শেয়ার করে সচিন লিখেছেন, “প্রত্যেক সন্তানের প্রথম নায়ক তার বাবা। আমিও আলাদা ছিলাম না। আমি আজও তাই বিশ্বাস করি। আমি এখনও তার শিক্ষা, তার ভালবাসা এবং কিভাবে তিনি আমাকে আমার নিজের জীবনের পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন, তা মনে করি। সবাইকে ফাদার্স ডে-র শুভেচ্ছা।"
advertisement
সচিন তেন্ডুলকর আরও বলেছেন, “বাবা সবসময় আমাকে শিখিয়েছেন, জীবনে কখনো শর্টকাট নেবে না। যে কোনো চ্যালেঞ্জ এবং লক্ষ্যের জন্য সর্বদা নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জীবনের মূল্যবোধ কখনোই বাদ দেওয়া যাবে না।
সচিনের এই কথাগুলি এখনও মনে আছে এবং তিনি এটিকে তার জীবনের মূলমন্ত্র করে এগোনোর চেষ্টা করেছেন।
advertisement
এই ভিডিওতে সচিনের মা বলেছেন, “ওর বাবা কখনোই সচিন বা অন্য সন্তানদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দেননি। এই কারণেই যখন শিশুরা তাদের বাবার সাথে তাদের পুরানো ছবি দেখে, তখন তারা ধারণা পায় যে তাদের বাবা কেমন ছিলেন। সচিন এবং ওর অন্যান্য ভাইরাও ওদের বাবা রমেশের মৃত্যুর কয়েক বছর পরও তাঁকে স্মরণ করে।“
advertisement
Every child's first Hero is his father. I was no different. Even today, I remember what he taught me, his unconditional love & how he let me find my own path. Happy Father's Day everyone!#FathersDay pic.twitter.com/fgWQPr8jc6
— Sachin Tendulkar (@sachin_rt) June 19, 2022
advertisement
আরও পড়ুন- মুখ থুবড়ে পড়লেন, উঠলেন, আবার দেশকে সোনা জেতালেন সেই নীরজ চোপড়া
এই ভিডিওর শেষ অংশে, শচীন একটি দোলনা দেখিয়েছেন যার উপর তার বাবা দোলনায় বড় হয়েছেন। এই কারণে, এই খাঁচাটি তাদের জন্য বিশেষ এবং পুরানো হওয়া সত্ত্বেও, তারা এটিকে দোলনার রূপ দিয়েছিল এবং আজও এটি ব্যবহার করে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 5:31 PM IST