এবারের আইপিএল তাঁর ভাল কাটেনি। সিএসকে-র ক্যাপ্টেন হওয়ার পরই ব্যর্থ হয়েছেন তিনি। তবে এবার দেশের হয়ে নামবেন রবীন্দ্র জাদেজা। দেশের জার্সিতে তিনি কী করেন, এবার সেটাই দেখার।
2/ 5
জাদেজার পশুপালনের শখের কথা অনেকেই জানেন। তাঁর ফার্ম হাউসে তিনটি ঘোড়া রয়েছে। জাদেজা সেই ঘোড়াদের ব্রিড করান। কিন্তু কখনও ঘোড়া বিক্রি করেন না তিনি।
3/ 5
জাদেজা বলেছিলেন, লকডাউনে তিনি ফার্ম হাউসে অনেকটা সময় কাটিয়েছেন। তিনি ফার্ম হাউসের পশুদের খুব যত্ন করেন। ২০১০ সাল থেকে ঘোড়া প্রতিপালন শুরু করেন জাদেজা। কিন্তু কখনও ফার্ম হাউসের একটি ঘোড়াকেও বিক্রি করেননি।
4/ 5
ক্রিকেটে ব্যস্ত না থাকলে জামনগরের ফার্ম হাউসে অনেকটা সময় কাটান জাড্ডু। সেখানে ঘোড়া ছাড়াও অনেক পোষ্য রয়েছে তাঁর।
5/ 5
আপাতত ভারতীয় দলের সঙ্গে লন্ডনে রয়েছেন জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর।