Home /News /sports /
Neeraj Chopra Wins Gold: মুখ থুবড়ে পড়লেন, উঠলেন, আবার দেশকে সোনা জেতালেন সেই নীরজ চোপড়া

Neeraj Chopra Wins Gold: মুখ থুবড়ে পড়লেন, উঠলেন, আবার দেশকে সোনা জেতালেন সেই নীরজ চোপড়া

Neeraj Chopra Wins Gold: এদিন ট্র্যাকে বাজেভাবে পড়ে যান অলিম্পিকে সোনাজয়ী নীরজ। কিন্তু ফের উঠে দাঁড়ান, সোনা জেতেন।

 • Share this:
  এমনি এমনি তো তাঁকে আর সোনার ছেলে বলা হয় না! টোকিও অলিম্পিকের পর আবার দেশকে সোনা জেতালেন নীরজ চোপড়া। আর এবারও তাঁর লড়াইটা ছিল বেশ কঠিন। এমনি এমনি তো তাঁকে আর সোনার ছেলে বলা হয় না!
  টোকিও অলিম্পিকের পর আবার দেশকে সোনা জেতালেন নীরজ চোপড়া। আর এবারও তাঁর লড়াইটা ছিল বেশ কঠিন। টোকিওয় সোনা জেতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁকে দেখা যায়নি প্রায় ১০ মাস। প্রস্তুতিতে অবশ্য খামতি রাখেননি নীরজ। তবে এতদিনের বিরতির পর পাভো নুর্মি গেমসে নেমে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁর। যদিও নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন এই গেমসে। টোকিওয় সোনা জেতার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তাঁকে দেখা যায়নি প্রায় ১০ মাস। প্রস্তুতিতে অবশ্য খামতি রাখেননি নীরজ। তবে এতদিনের বিরতির পর পাভো নুর্মি গেমসে নেমে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল তাঁর। যদিও নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন এই গেমসে। এবার কুয়োরটন গেমসে সোনা জিতলেন নীরজ। তবে এই সোনা জয়ও সহজ ছিল না। জ্যাভেলিন থ্রো-এর সময় বাজেভাবে পড়ে যান নীরজ। তবুও সোনা জেতেন। এবার কুয়োরটন গেমসে সোনা জিতলেন নীরজ। তবে এই সোনা জয়ও সহজ ছিল না। জ্যাভেলিন থ্রো-এর সময় বাজেভাবে পড়ে যান নীরজ। তবুও সোনা জেতেন। ফিনল্যান্ডে আয়োজিত কুয়োরটন গেমসে নীরজ চোপড়া ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। এই রেকর্ড তাঁর আগের পারফরম্যান্সগুলির তুলনায় কিছুই নয়। তবুও সোনা জিতেলেন নীরজ। ফিনল্যান্ডে আয়োজিত কুয়োরটন গেমসে নীরজ চোপড়া ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করেন। এই রেকর্ড তাঁর আগের পারফরম্যান্সগুলির তুলনায় কিছুই নয়। তবুও সোনা জিতেলেন নীরজ। ৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করবেন। এটাই টার্গেট নিয়েছিলেন নীরজ চোপড়া। কিছুদিন আগেই তিনি পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার থ্রো করেছিলেন। ৯০ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করবেন। এটাই টার্গেট নিয়েছিলেন নীরজ চোপড়া। কিছুদিন আগেই তিনি পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার থ্রো করেছিলেন। এদিন বৃষ্টি হওয়ায় ট্র্যাক ছিল ভিজে। সেখানেই থ্রো করার পর পা পিছলে বাজেভাবে পড়ে যান নীরজ। তবে গুরুতর চোট পাননি তিনি। এদিন বৃষ্টি হওয়ায় ট্র্যাক ছিল ভিজে। সেখানেই থ্রো করার পর পা পিছলে বাজেভাবে পড়ে যান নীরজ। তবে গুরুতর চোট পাননি তিনি।
  Published by:Suman Majumder
  First published:

  Tags: Neeraj Chopra

  পরবর্তী খবর