Surya Kumar: স্বয়ং সচিন এখন সূর্য কুমারের ভক্ত ! বিশেষ শট দেখে লাফিয়ে উঠলেন মাস্টার ব্লাস্টার
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: মাঝে হঠাৎ করেই সূর্য কুমার যাদবের ছন্দটা কেটে গিয়েছিল। পরপর বেশ কয়েকটা ম্যাচে রান করতে পারেননি। কিন্তু দিনের শেষে তিনি তো জাত ব্যাটসম্যান। তাই তিনি ফর্মে ফিরবেন তাতে সন্দেহ ছিল না এক ফোঁটা। আগের ম্যাচেই বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। সেদিন পরিষ্কার হয়ে গিয়েছিল নিজের চেনা ফর্ম ফিরে পেয়েছেন তিনি। এবার বোলারদের কপালে আরো দুঃখ আছে।
আর শুক্রবার রাতে মুম্বইয়ের মাঠে গুজরাতের বোলারদের নিয়ে ছেলে খেলা করলেন সূর্য কুমার। আইপিএলে প্রথম সেঞ্চুরি। একাধিক দেখার মত শট, শক্তি এবং টাইমিং এর মিশেল – কী ছিল না তার খেলায়। সূর্য কুমারের অসাধারণ ইনিংসের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়া তিনি লিখেছেন সূর্য বেশ কয়েকটা দুর্দান্ত শট খেলেছে। তবে আমার কাছে সেরা শামির বলে থার্ড ম্যানের ওপর দিয়ে ছয়টা। এটা সকলের পক্ষে সম্ভব নয়।
advertisement
.@surya_14kumar lit up the evening sky today!
He played excellent shots through the innings but the one that stood out for me was the 6 over third man off @MdShami11.The way he opened the face of the bat to create that angle off the blade at the same time is very very tough to…
— Sachin Tendulkar (@sachin_rt) May 12, 2023
advertisement
advertisement
শেষ মুহূর্তে ব্যাটের ব্লেড ঘুরিয়ে দিয়ে এমন শট খেলা প্রচণ্ড কঠিন। আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই কারণেই সূর্য কুমার স্পেশাল। ম্যাচ চলাকালীন দেখা গিয়েছিল পাশে বসা পীযূষ চাওলাকে সূর্য কুমারের ওই শট ব্যাখ্যা করছেন সচিন। দেখেই মনে হচ্ছিল প্রচন্ড উত্তেজিত মাস্টার ব্লাস্টার। পরে ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানিয়েছেন স্বয়ং সচিন যখন কোনও শটের প্রশংসা করেন তখন তার গুরুত্ব আলাদা সেটা বুঝতে হবে।
advertisement
মাস্টার ব্লাস্টারকে খুশি করা এত সহজ নয়। কে পি জানিয়েছেন শুধু সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে সূর্য কুমারের ব্যাখ্যা করলে হবে না। এরকম ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। পাকিস্তানের বাবর, ইংল্যান্ডের ব্রুক বা অস্ট্রেলিয়ার মিচেল মার্শকে মাথায় রেখেও এরকম বলছেন তিনি।
আর যাকে নিয়ে এত হইচই, সেই সূর্য কুমার বলছেন তিনি নিজে খুশি মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচটা জিততে পেরেছে বলে। তিনি নিজের রান করেছেন এটাও একটা বড় পাওনা। তবে আসল লক্ষ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। সেটা যদি হয় তবেই নিজেকে সফল মনে করবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 11:45 AM IST