স্বার্থের সংঘাত ইস্যুতে ফের শুনানি, হাজির হবেন সচিন ও লক্ষ্মণ
Last Updated:
#নয়াদিল্লি : স্বার্থের সংঘাত ইস্যুতে এখনও কোনও নিষ্পত্তি হয়নি ৷ আর তারই জেরে ফের শুনানিতে হাজির হতে হবে সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে ৷ BCCI -র অম্বুডম্যান ও নীতি বিষয়ক আধিকারিক ডি কে জৈনের সঙ্গে সরাসরি কথা বলবেন এই দুই প্রাক্তন তারকা ৷ মে মাসের ২০ তারিখ দিল্লিতে দ্বিতীয় দফার শুনানি হবে ৷ যিনি অভিযোগ করেছেন সেই সঞ্জীব গুপ্তা ও এদিন আলাদাভাবে হাজির থাকবেন ৷ প্রত্যেকেই লিখিতভাবে নিজেদের বয়ান জানাতে বলা হয়েছে ৷
ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য হয়েও কী করে তাঁরা আইপিএলের আলাদা আলাদা ফ্রাঞ্চাইজিরে মেন্টর হিসেবে কাজ করছেন এরই ব্যাখ্যা ফের একবারও চাওয়া হবে তাঁদের থেকে ৷ ইতিমধ্যেই এই ইস্যুতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরকে একহাত নিয়েছেন সচিন ৷ তিনি জানিয়েছেন (CoA) কখনই তাদের কাছে পরিষ্কার করে দেয়নি তাদের দায়িত্ব ঠিক কী ৷
advertisement
advertisement
তেন্ডুলকরের আইনজীবী অম্বুডম্যান ডিকে জৈনকে লেখা চিঠিতে জানিয়েছেন যার মূল কথা ২০১৩ সালে নিজেদের তারকা ক্রিকেটার সচিনকে যখন টিম আইকন বাছেন তার অনেক পরে ২০১৫ সালে বোর্ডের পক্ষ থেকে তাঁকে CAC অর্থাৎ ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য নির্বাচিত করা হয় ৷
advertisement
এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন বিসিসিআই যাঁকে নোটিশ দিয়েছে স্বার্থের সংঘাতের জন্য তিনি অনেকবার জানতে চেয়েছেন CAC-র সদস্য হিসেবে তাঁর রোল বা কাজ কী হবে ৷ যা নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও পরিষ্কার রূপরেখা পাওয়া যায়নি ৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2019 9:07 AM IST