Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান
- Published by:Debalina Datta
Last Updated:
Rohit Sharma Slang Language: দেখে নিন রোহিত শর্মার রেগে গিয়ে গালাগালি দেওয়ার ভাইরাল ভিডিও৷
নাগপুর: বর্ডার গাভাসকর ট্রফি-র (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট ম্যাচ ১১ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে৷ মাত্র আড়াই দিনেই টেস্ট ম্যাচ নিজেদের পকেটে ঢুকিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া৷ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচের বড় জয়ে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বেড়েছ৷ ম্যাচ চলকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ক্যামেরাম্যানের ওপর ভীষণ রেগে যান, এবং তাঁর ওপর রাগ দেখাতে গিয়ে একেবারে গালাগাল অবধি করে দেন৷ অশ্লীল শব্দ প্রয়োগে রোহিত শর্মার রাগের এই মুহূর্ত এখন নেটিজেনদের দৌলতে ভাইরাল ভিডিও৷
ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে নিজেদের ১৮ তম ওভারে বল করতে আনে রবিচন্দ্র অশ্বিনকে৷ অশ্বিন এই ওভারে নিজেদের দ্বিতীয় বলেই পিটার হেডসকম্বকে এলবিডাব্লু-র আবেদন করেন৷ কিন্তু আম্পায়র রিচার্ড ইলিংওয়ার্থ অশ্বিনের এই অ্যাপিলে সাড়া দেননি৷ ফলস্বরূপ রোহিত শর্মা রিভিউ চান৷
দেখে নিন রোহিত শর্মার রেগে গিয়ে গালাগালি দেওয়ার ভাইরাল ভিডিও
advertisement
advertisement
Rohit sharma just said to camera man: "Abe mujhe kya dikha raha hai, Udhar dikha na.... Chu**ya sala" 🤣🤣#INDvAUS #RohitSharma pic.twitter.com/Pq8LQWyjZ0
— Prayag (@theprayagtiwari) February 11, 2023
রোহিত শর্মার আবেদনের পর থার্ড আম্পায়র স্ক্রিনে বল ট্র্যাকিং চেক করছিলেন যখন তখন ক্যামেরাম্যান রোহিত শর্মার সঙ্গে থাকা ভারতীয় ক্রিকেটারদের দিকে ক্যামেরা তাক করে রেখেছিলেন৷ এটা একেবারেই ভাল লাগেনি অধিনায়ক রোহিত শর্মার এবং তাই তিনি ক্যামেরাম্যানের দিকে চেয়ে গালাগাল করেন৷ রোহিত শর্মার মুখের অশ্লীল শব্দের ভিডিও এখন ভাইরাল ভিডিও৷
advertisement
ভারতীয় দলের বড় জয়
নাগপুর টেস্ট ছিল এবারের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের প্রথম টেস্ট ছিল৷ অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নেন অজিরা৷ প্রথম ইনিংসে ১৭৭ রান করে৷ অন্যদিকে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০০ রান করেন৷ প্রথম ইনিংসের নিরিখে ভারত ২২৩ রানের বড় লিড নিয়েছিল৷
advertisement
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হাল প্রথম ইনিংসের চেয়েও খারাপ হয়৷ ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ এর ফলে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩২ রানে ঐতিহাসিক জিত হাসিল করে টিম ইন্ডিয়া৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 11:07 AM IST