Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান

Last Updated:

Rohit Sharma Slang Language: দেখে নিন রোহিত শর্মার রেগে গিয়ে গালাগালি দেওয়ার ভাইরাল ভিডিও৷

ক্যামেরাম্যানকে গালাগালি দিলেন রোহিত শর্মা- Photo- AP
ক্যামেরাম্যানকে গালাগালি দিলেন রোহিত শর্মা- Photo- AP
নাগপুর:   বর্ডার গাভাসকর ট্রফি-র (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট ম্যাচ ১১ ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে৷ মাত্র আড়াই দিনেই টেস্ট ম্যাচ নিজেদের পকেটে ঢুকিয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া৷ নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্যাচের বড় জয়ে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বেড়েছ৷ ম্যাচ চলকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ক্যামেরাম্যানের ওপর ভীষণ রেগে যান, এবং তাঁর ওপর রাগ দেখাতে গিয়ে একেবারে গালাগাল অবধি করে দেন৷ অশ্লীল শব্দ প্রয়োগে রোহিত শর্মার রাগের এই মুহূর্ত এখন নেটিজেনদের দৌলতে ভাইরাল ভিডিও৷
ভারতীয় দল দ্বিতীয়  ইনিংসে নিজেদের ১৮ তম ওভারে বল করতে আনে রবিচন্দ্র অশ্বিনকে৷ অশ্বিন এই ওভারে নিজেদের দ্বিতীয় বলেই পিটার হেডসকম্বকে এলবিডাব্লু-র আবেদন করেন৷  কিন্তু আম্পায়র রিচার্ড ইলিংওয়ার্থ অশ্বিনের এই অ্যাপিলে সাড়া দেননি৷ ফলস্বরূপ রোহিত শর্মা রিভিউ চান৷
দেখে নিন রোহিত শর্মার রেগে গিয়ে গালাগালি দেওয়ার ভাইরাল ভিডিও
advertisement
advertisement
রোহিত শর্মার আবেদনের পর থার্ড আম্পায়র স্ক্রিনে বল ট্র্যাকিং চেক করছিলেন যখন তখন ক্যামেরাম্যান রোহিত শর্মার সঙ্গে থাকা ভারতীয় ক্রিকেটারদের দিকে ক্যামেরা তাক করে রেখেছিলেন৷ এটা একেবারেই ভাল লাগেনি অধিনায়ক রোহিত শর্মার এবং তাই তিনি ক্যামেরাম্যানের দিকে চেয়ে গালাগাল করেন৷ রোহিত শর্মার মুখের অশ্লীল শব্দের ভিডিও এখন ভাইরাল ভিডিও
advertisement
আরও দেখুন -
ভারতীয় দলের বড় জয়
নাগপুর টেস্ট ছিল এবারের বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের প্রথম টেস্ট ছিল৷ অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং নেন অজিরা৷ প্রথম ইনিংসে ১৭৭ রান করে৷ অন্যদিকে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪০০ রান করেন৷ প্রথম ইনিংসের নিরিখে ভারত ২২৩ রানের বড় লিড নিয়েছিল৷
advertisement
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হাল প্রথম ইনিংসের চেয়েও খারাপ হয়৷ ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ এর ফলে প্রথম টেস্টে এক ইনিংস ও ১৩২ রানে ঐতিহাসিক জিত হাসিল করে টিম ইন্ডিয়া৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement