Rohan Bopanna, French Open : বুড়ো হাড়ে রোহন বোপান্নার ভেলকি! দাপটে উঠলেন ফরাসি ওপেনের সেমিতে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohan Bopanna and Matwe Middelkoop enters French Open semi final. বুড়ো হাড়ে রোহন বোপান্নার ভেলকি! উঠলেন ফরাসি ওপেনের সেমিতে
১২৪ মিনিটের লড়াইয়ে নেটের সামনে বোপান্না ছিলেন অপ্রতিরোধ্য। বিপক্ষের একের পর এক ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের সমুচিত জবাব দিয়েছেন কাঁচা-পাকা চুলের বোপান্না। তাঁর এবং মিডলকুপের অভিজ্ঞতার সামনেই হার মানতে হল গ্লাসপুল এবং হেলিওভারাকে। ব্যাকহ্যান্ড হোক বা নেটের সামনে থেকে পয়েন্ট তুলে নেওয়া—বোপান্না সব কিছুতেই এগিয়ে ছিলেন বিপক্ষের থেকে।
advertisement
advertisement
ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতের রোহান বোপান্না। পুরুষদের ডাবল্সে মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে সোমবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে। ম্যাচের ফল বোপান্নাদের পক্ষে ৪-৬, ৬-৪, ৭-৬ (৩)। ২০১৭ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবল্স জেতেন বোপান্না। সেই সময় তাঁর জুড়ি ছিলেন গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি।
সেই ফরাসি ওপেনেই ফের এক বার এগোচ্ছেন তিনি। বোপান্না পয়েন্ট তুলছিলেন ঠান্ডা মাথায় ফাঁকা জায়গায় বল রেখে। জুটিতে এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন বোপান্না-মিডলকুপ। সাত বছর আগে পুরুষ ডাবল্সে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না।
advertisement
সঙ্গী ছিলেন ফ্লোরিন মার্জিয়া। সেমিফাইনালে সেই জুটি মুখোমুখি হবে ১২তম বাছাই মার্সেলো আরেভালো এবং জিন-জুলিয়েন রজারের। ২ জুন, বৃহস্পতিবার সেই সেমিফাইনাল ম্যাচ। রোহন জানিয়েছেন যতদিন ভারতের প্রতিনিধিত্ব করবেন ততদিন চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন। বৃহস্পতিবার ইন্দো ডাচ জুটির দিকে নজর থাকবে সকলের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2022 8:26 PM IST