#প্যারিস: লিয়েন্ডার পেজ এবং মহেশ ভূপতির অবসরের পর ভারতীয় টেনিসে কিছুটা আশার আলো ছড়িয়েছিলেন সমদেব বর্মন। তারপর রোহন বোপান্না সবচেয়ে ধারাবাহিক। নতুন নজির গড়লেন রোহন বোপান্না। ২০১৫ সালের পর প্রথম বার পুরুষদের ডাবল্সে কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন ৪২ বছরের বোপান্না। যে বয়সে অনেকেই অবসরের কথা ভাবেন, সেই বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন দেখছেন তিনি!
আরও পড়ুন - KKR, CAB : কেকেআরের দলে বেশি করে বাংলার ছেলেদের চায় সিএবি! আলোচনা করবেন প্রেসিডেন্ট
১২৪ মিনিটের লড়াইয়ে নেটের সামনে বোপান্না ছিলেন অপ্রতিরোধ্য। বিপক্ষের একের পর এক ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ডের সমুচিত জবাব দিয়েছেন কাঁচা-পাকা চুলের বোপান্না। তাঁর এবং মিডলকুপের অভিজ্ঞতার সামনেই হার মানতে হল গ্লাসপুল এবং হেলিওভারাকে। ব্যাকহ্যান্ড হোক বা নেটের সামনে থেকে পয়েন্ট তুলে নেওয়া—বোপান্না সব কিছুতেই এগিয়ে ছিলেন বিপক্ষের থেকে।
ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতের রোহান বোপান্না। পুরুষদের ডাবল্সে মাতওয়ে মিডলকুপের সঙ্গে জুটি বেঁধে সোমবার কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে। ম্যাচের ফল বোপান্নাদের পক্ষে ৪-৬, ৬-৪, ৭-৬ (৩)। ২০১৭ সালে ফরাসি ওপেনের মিক্সড ডাবল্স জেতেন বোপান্না। সেই সময় তাঁর জুড়ি ছিলেন গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি।
সেই ফরাসি ওপেনেই ফের এক বার এগোচ্ছেন তিনি। বোপান্না পয়েন্ট তুলছিলেন ঠান্ডা মাথায় ফাঁকা জায়গায় বল রেখে। জুটিতে এই প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন বোপান্না-মিডলকুপ। সাত বছর আগে পুরুষ ডাবল্সে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন বোপান্না।
সঙ্গী ছিলেন ফ্লোরিন মার্জিয়া। সেমিফাইনালে সেই জুটি মুখোমুখি হবে ১২তম বাছাই মার্সেলো আরেভালো এবং জিন-জুলিয়েন রজারের। ২ জুন, বৃহস্পতিবার সেই সেমিফাইনাল ম্যাচ। রোহন জানিয়েছেন যতদিন ভারতের প্রতিনিধিত্ব করবেন ততদিন চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন। বৃহস্পতিবার ইন্দো ডাচ জুটির দিকে নজর থাকবে সকলের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: French Open