সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পর কে হবেন বিসিসিআই সভাপতি, উঠে আসছে বিশ্বকাপ জয়ীর নাম

Last Updated:

বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি কে হবেন। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ই থাকবেন না তার জায়গায় অন্য় কেউ আসবেন তা নিয়ে চলছে জল্পনা। নাম উঠে আসছে এক বিশ্বকাপ জয়ীর।

সুপ্রিম কোর্টের রায়ের পর স্বস্তি পেয়েছেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও সচিব জয় শাহ। আরও তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকা নিয়ে কোনও সমস্য়া নেই সৌরভ গঙ্গোপাধ্য়ায় জয় শাহ জুটির। কিন্তু বিগত কিছু দিন ধরেই শোনা যাচ্ছে এবার বিসিসিআই সভাপতি পদে লড়বেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
এই জল্পনার মধ্য়েই উঠে এল নতুন নাম। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পরবর্তী সময়ে বিসিসিআই সভাপতির কুর্সিতে বসতে চলেছেন এক বিশ্বকাপ জয়ী। উঠে আসছে ১৯৮৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য় রজার বিনি। ফলে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ক্রিকেট প্রশাসনে ভবিষ্য়ৎ নিয়েও জল্পনা আরও বাড়ল।
advertisement
১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিসিসিআই সূত্রে যা খবর তাতে দ্বিতীয়বারের জন্য় আর বিসিসিআই সভাপতি পদে প্রতীদ্বন্দ্বীতা করবেন না সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আর সভাপতি নয়, সচিব পদেই লড়বেন জয় শাহ। ইতিমধ্যেই বোর্ডের বার্ষিক সভায় অংশ নেওয়ার জন্য নাম পাঠাতে শুরু করে দিয়েছে রাজ্য সংস্থাগুলো। কর্ণাটক ক্রিকেট সংস্থা থেকে বোর্ডে আসতে চলেছেন রজার বিনি। সন্তোষ মেননের জায়গায় তাঁর নাম সুপারিশ করতে চলেছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের পর সৌরভরা স্বস্তি পেলেও মনে করা হচ্ছে বিসিসিআই নয়, আইসিসির চেয়ারম্য়ান পদের জন্য় লড়াই করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। কারণ ওই পদটিও খালি হচ্ছে। তবে সৌরভের আইসিসি চেয়ারম্য়ান পদে প্রতীদ্বন্দ্বীতা নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। আইসিসির নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ্য়ায় আদৌ লড়াই করেন কিনা, রজার বিনি বিসিসিআইয়ের মসনদে আসেন কিনা তা জানার জন্য় আরও কয়েক দিন অপেক্ষা করতেই হচ্ছে সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের পর কে হবেন বিসিসিআই সভাপতি, উঠে আসছে বিশ্বকাপ জয়ীর নাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement