Match Fixing: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কঠোর শাস্তি, সাড়ে ১৭ বছরের জন্য নির্বাসিত ক্রিকেটার

Last Updated:

Match Fixing: ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে একাধিক ক্রিকেটারকে কঠিন শাস্তির মুখেও পড়তে হয়েছে। কেরিয়ার শেষ হয়ে গিয়েছে অনেক প্লেয়ারের।

দুবাই: ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের খবর নতুন কিছু নয়। এমন খবর বা অভিযোগ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই শোন যায়। ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে একাধিক ক্রিকেটারকে কঠিন শাস্তির মুখেও পড়তে হয়েছে। কেরিয়ার শেষ হয়ে গিয়েছে অনেক প্লেয়ারের। এবার ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টার কারণে সাড়ে ১৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ব্রিটিশ ক্লাব ক্রিকেটার রিজওয়ান জাভেদ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইন্টেগ্রিটি বিভাগের দায়িত্বে থাকা অ্যালেক্স মার্শাল এক বিবৃতিতে বলেন,”পেশাদার ক্রিকেটারদের দুর্নীতিতে জড়ানোর চেষ্টার অভিযোগের কারণে রিজওয়ান জাভেদকে দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ করা হয়েছে”। ওই বিবৃতিতেই আ বলা হয়েছে,”এই নিষেধাজ্ঞার মাধ্যমে অন্য দুর্নীতিকারীদের কাছে একটি কঠোর বার্তা দেওয়া হল যে, ক্রিকেটকে কলুষিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
advertisement
গত বছরের সেপ্টেম্বরে ইসিবির হয়ে যে আট জন প্লেয়ার ও কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, রিজওয়ান তাদের মধ্যে একজন। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসের হোসেনও দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ২০২১ আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগের জবাব দিতে ব্যর্থ হওয়ায় রিজওয়ানকে নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
advertisement
নিজের স্বপক্ষে জবাব দিতে ব্যর্থ হওয়া রিজওয়ানকে দুর্নীতি দমন কোডের অনুচ্ছেদ ২.১.১, অনুচ্ছেদ ২.১.৩, অনুচ্ছেদ ২.৪.৪ এবং অনুচ্ছেদ ২.৪.৬ সহ নিষিদ্ধ করা হয়েছে। রিজওয়ানকে শুঘু দোষী সাব্যস্ত করা হয়েছে এমনটা নয়, তার বিচারের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/খেলা/
Match Fixing: ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কঠোর শাস্তি, সাড়ে ১৭ বছরের জন্য নির্বাসিত ক্রিকেটার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement